কল্যাণী পৌরসভার পৌর নির্বাচনে জয়ী প্রার্থীদেরকে সম্বর্ধনাজ্ঞাপন অনুষ্ঠান

সংবাদদাতা: সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি কল্যাণী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে কল্যাণী পৌরসভার পৌর নির্বাচনে জয়ী ২১ জনকে সম্বর্ধনাজ্ঞাপন অনুষ্ঠান আয়োজনে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিদ্যারসাগর হলে উত্তরীয়, ফুলের স্তবক ও ব্যাচ পরিয়ে সম্বর্ধনা প্রদান করেন কল্যাণী শাখার সভাপতি অঞ্জন দত্ত, সম্পাদক বিকাশ আচার্য। উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান ড. নীলিমেশ রায় চৌধুরী, সহ চেয়ারম্যান বলরাম মাঝি, আইসিআই চেয়ারম্যান অরূপ মুখোপাধ্যায় সহ অধ্যাপক নন্দ কুমার ঘোষ ও সুজয় মণ্ডল প্রমুখ।

Leave a Reply