সাধন মন্ডল,

করোনার বাড়বাড়ন্ত রুখতে বাঁকুড়া জেলা পুলিশ নিয়মিতভাবে সচেতনতার প্রচার অভিযান চালাচ্ছেন ।আজ হিড়বাঁধ থানা পুলিশের উদ্যোগে হিড়বাঁধ ব্লক এলাকার বিভিন্ন বাজারে সচেতনতার প্রচার চলল দিনভর ।এলাকার নোয়াডিহি, হাতিরামপুর ,হিড়বাঁধ, মলিয়ান , তিলাবনি সহ বিভিন্ন বাজারে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয় ও যাদের মুখে মাস্ক নেই তাদের হাতে ্মাস্ক
তুলে দেওয়া হয় এ ব্যাপারে হিড়বাঁধ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক বর্ণালী সরকার বলেন করোনার প্রভাব যেভাবে বাড়ছে তাতে আমাদের সকলের সচেতন হওয়া দরকার ।জেলা পুলিশের উদ্যোগে আমাদের এই কর্মসূচি নিয়মিতভাবে চলছে এছাড়া সেফড্রাইভ সেভ লাইফ কর্মসূচি নিয়ে দু মাসের বিশেষ কর্মসূচি পালিত হচ্ছে সারা জেলায় ।আমাদের থানা ও তার ব্যতিক্রম ঘটেনি ।সম্প্রতি আমাদের থানাতে এই নিয়ে একটি বসে আঁকো প্রতিযোগিতা হয়ে গেল । পশ্চিমবঙ্গ সরকারের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় আগামী কয়েকদিনের মধ্যে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হবে থানা প্রাঙ্গণে। সকলের সহযোগিতা কামনা করি।

Leave a Reply