কবি প্রণাম অনুষ্ঠান পানিহাটিতে
দীপঙ্কর সমাদ্দার : বিশ্বকবি মোট চারবার পানিহাটিতে এসেছিলেন এর মধ্যে তিনবার তিনি পেনেটি বাগানবাড়িতে ছিলেন । রবীন্দ্র স্মৃতিবিজড়িত গোবিন্দ কুমার হোম (পেনেটি বাগানবাড়িতে) ২৫ শে বৈশাখ মহাসমারোহে বিশ্বকবির একশো বাষট্টি তম জন্ম জয়ন্তী উদযাপিত হল।। পানিহাটি পৌরসভার পরিচালনায় কবি প্রণাম অনুষ্ঠান এমন একটি দিনে বিশ্বকবি কে সম্মান জানাতে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট গুণীজনেরা ।। গোবিন্দ কুমার হোমের ছাত্রছাত্রীরা পরিবেশন করেলেন রবীন্দ্র নৃত্য এবং গান এককথায় বলা যায় রবীন্দ্রনাথের উৎসব মানেই গঙ্গা জলে গঙ্গা পূজো। কবির মূর্তিতে মাল্যদান করলেন নির্মল ঘোষ( মাননীয় বিধায়ক ও মুখ্য সচেতক পশ্চিমবঙ্গ সরকার), অধ্যাপক সৌগত রায় (মাননীয় সাংসদ দমদম লোকসভা) বিশেষ অতিথি শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় (মাননীয় মন্ত্রী কৃষি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার )।অনুষ্ঠানে পৌরোহিত্য করেন শ্রী মলয় রায় (মাননীয় পৌর প্রধান পানিহাটি পৌরসভা) উপস্থিত ছিলেন উপ পৌর প্রধান শ্রী সুভাষ চক্রবর্তী এবং পৌর পরিষদের সকল সদস্য ও সদস্যা পৌরপিতা ও পৌর মাতাগণ । উপস্থিত ছিলেন খড়দহ থানার ইন্সপেক্টর অফ পুলিশ রাজকুমার সরকার মহাশয় অনুষ্ঠানে উপস্থিত সম্মানীয় অতিথিদের রবীন্দ্র স্মারক এ সম্মানিত করা হয় ছাড়াও এলাকার বহু রবীন্দ্র অনুরাগী মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে কবিকে শ্রদ্ধা নিবেদন করেন। প্রখ্যাত আবৃত্তিশিল্পী
বহ্নিশিখা গোস্বামী ,সোমা আইচ, অরুময় বন্দ্যোপাধ্যায়, পাপিয়া সিংহ দেবনাথ, প্রসেনজিত সেনগুপ্ত, অনবদ্য রবিন্দ্র কবিতা আবৃত্তি করে কবিকে শ্রদ্ধা জানালেন।। অসাধারণ সমবেত সংগীত পরিবেশন করলেন তাল ও তালিম, গান সিঁড়ি , বান্ধব পাঠাগারের সঙ্গীত শিল্পীরা।। মন জুড়ানো সমবেত নৃত্য পরিবেশন করলেন পৌলোমী ডান্স একাডেমি , ছন্দম, নটরাজ ডান্স সেন্টার সহ বিভিন্ন নৃত্য শিখন কেন্দ্রের পক্ষ থেকে।। সমগ্র অনুষ্ঠানটি সংযোজনায় ছিলেন চন্দন সেনগুপ্ত, অতনু মুখোপাধ্যায় ,পল্লব দত্ত।। এদিন এলাকার ক্ষুদে ক্ষুদে চিত্রশিল্পীদের নিয়ে গঙ্গার পাড়ে উন্মুক্ত স্থানে এক অসাধারণ পরিবেশে ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।। এক কথায় রবীন্দ্র স্মৃতিবিজড়িত গোবিন্দ কুমার হোমের এই অনুষ্ঠান অনবদ্য।। আজও বাঙালির মনে সম্পূর্ণ জায়গা জুড়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরাজ করছেন এই ধরনের অনুষ্ঠান গুলি তার উদাহরণ