নতুন গোলাপ,
বাপি সোমনাথ
সে এক শহর তোমার…..
চাঁদের মতো আলোকিত কর আমায়
কোন এক আজানা রূপের মায়ায়।
তুমি একদিন পাহাড়ী ঝর্ণা…
আমার কল্পনা- গোলাপী খোঁপার মোহনা
তপ্ত দুপুরে আমার সর্ব সুখের সূচনা।
প্রথম যেদিন দেখি তোমায়…
এক মুক্ত ঝরা হাসির কিশোরী
পাল ছিঁড়ে বেসামাল এ মনের তরী।
মুগ্ধতায় আটকে গেছে মন….
অভিমানী এক টুকরো চাঁদের মুখে
লেগেছে পালে হাওয়া ঐ ঠোঁটের নীচে।
দেখো একদিন– অনুভবে আমাকে…
প্রজাপতি হয়ে বসবো তোমার ঐ খোঁপায়
মধু আহোরণে ছলে বাধবো তোমায়।
আমার ঘুম না আসা রাত্রি…
তোমার হাসিতে বাধা যখন সব সুর যদি
তখনই স্বপ্নের উড়ান দিয়েছে তোমার ছবি।
এত কিছুর পরেও……
তুমি এক স্বপ্নবিলাসী অভিমানী মেয়ে
নিজেকে সাজাও তুমি ঐ হাসি দিয়ে।
জানি ঐ অভিমানের বাগানে….
ফুটবে না আমার প্রেমের ফুল
মেঘ পরীর গল্পে এ আমার অন্তরের ভূল।
তবুও আমার ঘুম আসে….
স্বপ্ন আসে আমার মনে
মেঘহীন বৃষ্টি আসে হৃদয়ে।
সারাজীবন চাই তাই……
ঝলমলে ঐ দাঁতের হাসি তোমার মুখে
দূর থেকে নির্জন হৃদয়ে কাটাবো জীবন সুখে।