কঠিন বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা প্রকল্পের শুভ উদ্বোধন
সেখ রাজু,
পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় এবং মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী তত্ত্বাবধানে কঠিন বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা প্রকল্পের শুভ উদ্বোধন হয় সোমবার । মাজিগ্রাম গ্রাম পঞ্চায়েত এবং মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির রূপায়ণে মঙ্গলকোটের কোঁয়ারপুরে কঠিন বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনার কর্মসূচি আয়োজন করা হয় । প্রায় ৪০ লক্ষ টাকার ব্যয়ে নির্মিত প্রকল্পে পাঁচজন ব্যক্তি কাজে নিযুক্ত হবেন । বর্জ্য পদার্থ গ্রাম থেকে নিয়ে আসার কাজে তিনটি ই রিস্কা ব্যবহার করা হবে ।
এদিন প্রকল্পের শুভ উদ্বোধন করেন উপস্থিত ছিলেন মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী, মঙ্গলকোট ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক জগদীশচন্দ্র বাড়ুই, মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা ঘোষ, জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ মেহেবুব চৌধুরী, পূর্ত কর্মাধ্যক্ষ মুন্সি রেজাউল হক, জেলা বন ও ভূমি কর্মাধ্যক্ষ শ্যামাপ্রসন্ন লোহার মাঝিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধবী ঘোষ, উপপ্রধান শেখ বশির উদ্দিন সহ এলাকার বিভিন্ন সমাজসেবী ও গ্রামবাসীরা । পরিবেশকে সচ্ছ রাখতে এই উদ্যোগ সকলের চোখেই সাধুবাদযোগ্য । পচনশীল এবং পচনশীল নয় এরকম বর্জ্য পদার্থ রাখার জন্য বালতি প্রদান করা হয় । পরবর্তী সময়ে গাড়ি গিয়ে ওই বর্জ্য গুলোকে নিয়ে এখানে রাখা হবে । সময়ের পরিবর্তনে ওই বর্জ্য পদার্থ গুলোকে সারে রূপান্তরিত করে, সেই সার জমিতে ব্যবহার করা হবে । একদিকে যেমন গ্রামের ক্ষতিকারক বর্জ্য পদার্থ গ্রামের বাইরে থেকে চলে আসছে তাতে স্বাস্থ্যের পক্ষে উপকার । ঠিক তেমনি এই বর্জগুলোকে নিয়ে সার তৈরি করলে জমির ক্ষেত্রেও শোভনীয় ।