সাধন মন্ডল,
২০১০ সালের ২৪ শে ফেব্রুয়ারির রাত্রিতে অর্থাৎ 25 শে ফেব্রুয়ারি সারেঙ্গা গোবিন্দপুর মোড়ে মাওবাদী ও পুলিশের লড়াই এ মাওবাদীদের গুলিতে নিহত হন সারেঙ্গা থানার তৎকালীন আইসি রবি লোচন মিত্র ।সারেঙ্গা থানার তত্ত্বাবধানে বাঁকুড়া জেলা পুলিশ তার স্মৃতিতে আজ 12 বছর ধরে রবি লোচন মিত্র স্মৃতি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করে আসছে এবারও তার ব্যতিক্রম হচ্ছে না আজ অর্থাৎ ২৫ শে ফেব্রুয়ারি সকাল সাতটায় এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করবেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি ।সারেঙ্গার বড় গাড়রা থেকে সারেঙ্গা থানা প্রাঙ্গণ পর্যন্ত ।এই দৌড় প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করে থাকে।। এবারও বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশ প্রতিযোগী সন্ধ্যার মধ্যেই সারেঙ্গা থানায় এসে হাজির হয়েছেন। এখানে উল্লেখ্য ওই সময় জঙ্গলমহলের সারেঙ্গা ,রাইপুর, রানিবাঁধ ,বারীকুল ,সিমলাপাল থানা এলাকায় মাওবাদীদের হাতে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক নেতৃত্ব খুন হয়েছেন। একটা আতঙ্ক জনজীবনে গ্রাস করেছিল এলাকা ছেড়ে বহু মানুষ জেলা শহরে ঘাটি গেড়েছিল পুলিশের সাথে প্রায় দিনই গুলির লড়াই লেগে থাকত। পরবর্তী দিনে রাজ্যে তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মাওবাদী আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরে আসে জঙ্গলমহল । এখানে উল্লেখ্য ওই সময় জঙ্গলমহলে বেশ কিছু পুলিশ অফিসার ও পুলিশ কর্মী মাওবাদীদের হাতে নিহত হয়েছিলেন তাদের স্মৃতিতে বাঁকুড়া জেলা পুলিশ বিভিন্ন অনুষ্ঠান করে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানান।