Spread the love

ওগো,বিরহে ঝরে এ প্রাণ

তুমি কলি আমি অলি ।
তুমি ছবি আমি তুলি ‌।
তুমি সাগর আমি নদী ।
তুমি শশী আমি রবি ।
তুমি কবিতা আমি কবি ।

তুমি ঝর্ণা আমি গান ।
তুমি বৃষ্টি আমি স্নান ।
ওগো,বিরহে ঝরে এ প্রাণ ।

সুবল সরদার
মগরাহাট
দক্ষিণ ২৪ পরগণা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *