ঐতিহ্যবাহী দুর্গাপুর
রথের মেলায় অভিনব মাতৃ স্তন্যসুধার ব্যবস্থা এই প্রথম
ঐশিক সেন,
শিল্প শহরের প্রাচীনতম রথের মেলায় এই অভিনব স্বাস্থ সম্মত আয়োজন l দুর্গাপুর ওম সাইরাম ট্রাস্টের পরিচালনায় ও সমাজসেবী পারিজাত গাঙ্গুলীর উদ্যোগে দুর্গাপুরে রাজীব গান্ধীর ময়দানে এই প্রথম মাতৃ স্তন্য সুধা কেন্দ্র উদ্বোধন হলো বৃহস্পতিবার সন্ধ্যায় । উপস্থিত ছিলেন দুর্গাপুর বেসরকারি হাসপাতালের নিউরোসার্জন হার্দিক রাজগুরু ও বিশিষ্ট জনেরা। উদ্যোক্তা পারিজাত গাঙ্গুলি জানান এই মেলা বহু বছর থেকে চলে আসছে, কিন্তু আগে কখনো এই ধরনের মাতৃ স্তন্য সুধার কেউ ব্যবস্থা করেন নি। এই বছর আমরা উদ্যোগ নিয়ে ওম সাই রাম ট্রাস্ট এর পক্ষ থেকে এই রথের মেলাতে মাতৃ স্তন্য সুধার ব্যবস্থা করেছি l সদ্যজাত থেকে মাতৃ দুগ্ধ পানকারী শিশুরা স্বচ্ছন্দে এক কেন্দ্রতে মাতৃসুধা পান করতে পারবে ও নিরাপদ বিশ্রামও পাবে l মায়েরা মেলার আনন্দও নিতে পারবে l