জুলফিকার আলী,
রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর নির্দেশে রাজ্যের প্রতিটি জেলায় তৈরি হচ্ছে মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষ মহিলা পুলিশ স্কোয়ার্ড। নাম উইনার্স স্কোয়ার্ড। গত একমাস ধরে মহিলা কনস্টেবল দের এক দলকে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে এই টিমের উপযোগী তৈরি করা হয়েছে । এর জন্য বরাদ্দ হয়েছে ১০ টি মোটরসাইকেল। সৈকত শহর দীঘার মহিলা পর্যটকদের নিরাপত্তার সুনিশ্চিত করতে পাঁচটি গাড়ি ও বিশেষভাবে প্রশিক্ষিত মহিলা পুলিশের একটি টিম থাকছে দীঘা শহরে। কাঁথিতে আজ এই মহিলা পুলিশ স্কোয়াডের উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অমরনাথ কে। হেল্প লাইন নম্বর ৭৮৬৫০৩২৯৭৮ । মহিলাদের নিরাপত্তা জনিত যে কোনো অভিযোগ পেলে পাঁচ থেকে ১০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যাবে বিশেষ এই টিম। আপাতত পূর্ব মেদিনীপুর জেলায় তৈরি হয়েছে দুটো টিম। একটি থাকবে সৈকত শহর দীঘায়। অপরটি থাকবে কাঁথি পৌরসভা এলাকায় । জেলা পুলিশ সুপার আরো জানান, খুব শীঘ্রই শিল্প শহর হলদিয়া ও পূর্ব মেদিনীপুর জেলাসদর তমলুকের জন্য তৈরি করা হবে এমনই মহিলা পুলিশের স্কোয়ার্ড।