স্বামী বিবেকনন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিঃসার্থ ভাবে শিব জ্ঞানে জিব সেবা করার জন্য আমি স্বামীজি সম্মানিত বর্ধমানের বিধায়ক ও বিভিন্ন ধর্মীয় আশ্রম থেকে, স্বপন দত্ত বাউল , বহুমূখী প্রতিভা নিয়ে সাধনা করে শিল্পকলা সংস্কৃতির গুরুদেব ও শিল্পী সম্রাট এবং শিল্পী মহারাজ সম্মানিত সারা দেশের উদ্দেশ্যে ও পৃথিবী যুদ্ধ মুক্ত হোক যুদ্ধ চাই না শান্তি চাই এই শান্তি সম্প্রীতির বার্তা নিয়ে বাউল গানে হরিদ্বার কংখল গৌরী কুন্ডু কেদারনাথ ধাম বদ্রিনাথ ধাম থেকেই বার্তা দিতে চলেছি বাউল গানে ২০শে মে থেকে ২৯ শে মে ২০২২ রাষ্ট্রপতির উপহার দেওয়া কোল ডুগী ও একতারা বাজিয়ে ।