এবারে ‘নুরুল হোদা রত্ন’ পাচ্ছেন প্রসেনজিৎ ভট্টাচার্য

পারিজাত মোল্লা,

আগামী ৩ রা মার্চ পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের মধুকর প্রাঙ্গণে কুমুদ সাহিত্য মেলা হচ্ছে।সেখানে নানান গুণীজন আসছেন। ওইদিন প্রয়াত বিচারক এবং কুমুদ সাহিত্য মেলা কমিটির সম্পাদক মোল্লা জসিমউদ্দিন এর বাবা মহম্মদ নুরুল হোদা মোল্লা স্মরণে ‘নুরুল হোদা রত্ন’ সম্মান দেওয়া হবে। এই বিশেষ রত্ন সম্মান পাচ্ছেন হাওড়া জেলা আদালতে আইনী পরিষেবা কেন্দ্রের অফিস মাস্টার প্রসেনজিৎ ভট্টাচার্য মহাশয়। প্রয়াত বিচারক ১৯৮৩ সালে রাজ্য জুডিশিয়াল পরীক্ষায় টপারদের মধ্যে ছিলেন। সেইসাথে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও রাষ্ট্রবিজ্ঞানে এম.এ করেছিলেন। ‘দ্য স্টেটসম্যান’ কাগজে সাংবাদিকতা, কাটোয়া মহকুমা আদালতে আইনজীবী সহ কাটোয়া কলেজে অতিথি অধ্যাপক, এক স্কুলে শিক্ষকতা করেছেন।২০১৬ সালে তিনি মারা যান মঙ্গলকোটের পদিমপুরে।তাঁর পৈতৃক ভিটা ছিল কাটোয়ার শ্রীখণ্ড এলাকায়।

Leave a Reply