এক পৃথিবীর দুই চিত্রনাট্য,
গোপা মল্লিক,
ঈশ্বরের সৃষ্ট এই পৃথিবী
একই জীবে অভিন্ন ধারা
কারোর জীবন সুখে বাঁধা
কারোর জীবন ছন্নছাড়া!
কেউ বা জন্মায় শীততাপ নিয়ন্ত্রিত নার্সিংহোমে
কেউ বা জন্মায় ফুটপাথের ওই ছেঁড়া কাঁথায়
কেউ বা যায় পরিপাটি হয়ে স্কুলে পিঠে ব্যাগ নিয়ে কেউ বা পিঠে ঝোলা নিয়ে চলে উস্কো খুস্কো মাথায়!
কেউ বা স্বপ্নে বিভোর বিদেশ যাবার
ওল্টায় রঙিন কাগজে মোড়া বইয়ের পাতা
কেউ বা দুটো অন্নের তরে
কুড়োয় ডাস্টবিনের ছেঁড়া কাগজ খাতা!
কেউ বা যায় সামাজিক পদমর্যাদা বজায় রাখতে
বিলাস বহুল রেস্টুরেন্টে খেতে বিরিয়ানি
আর কারোর জোটে না উদরস্ত পরিশ্রম করেও
দিনান্তে একটু সিদ্ধ ভাতখানি!
বুভুক্ষু সন্তান না পায় আদর না পায় ভালোবাসা
ওদের স্থান হয় এঁদো ড্রেনের পাশে ওই ফুটপাথ
বিলাসবহুল সন্তানটি আদরে আহ্লাদে সোহাগে ননীর পুতুল হয়ে থাকে সকলের সাথ!
হয়তো ওরাও দেখে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন
কিন্তু হায়! বিধাতার চোখ যে মুদ্রিত
তিনি ও যে ঢালেন তেল তেলা মাথায়
যারা অবহেলিত তারা থাকে চিরকালই অবহেলিত!
এ কেমন তোমার বিচার প্রভু
তোমার সৃষ্টিকে কেন করো বিভক্তি
ওদের দাও অন্ন বস্ত্রর ঠিকানা
ওদের দাও বাঁচার শক্তি!!