মোল্লা জসিমউদ্দিন,

আসন্ন শবেবরাত, রামনবমী,দোল উৎসব উপলক্ষে এলাকার মসজিদগুলির ইমাম মোয়াজ্জেন, মন্দিরগুলির পুরোহিত সহ স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে শান্তি বৈঠক করলো বুদবুদ থানার পুলিশ। বুদবুদ থানার ওসি সিকান্দার আলম জানান – ” এসিপি (কাঁকসা),  সিআই ( বুদবুদ)  সাহেবরা ছিলেন,  যাতে এই উৎসবগুলি শান্তিতে কাটে, সেই নিয়ে বিস্তারিত আলোচনা চলে”।  

Leave a Reply