উল্টোডাঙ্গা প্রাথমিক বালিকা স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান 

সম্প্রীতি  মোল্লা, 

গত ২৯শে ডিসেম্বর কলকাতা জেলার পঞ্চম চক্রের উল্টাডাঙ্গা প্রাথমিক বালিকা বিদ্যালয়ে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল প্রতিবছরের মতো। এই বিদ্যালয় বিগত বছরগুলোর মতোই সাফল্যের সাথে সমগ্র অনুষ্ঠানটি সুসম্পন্ন করেছে।       প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন কলকাতা জেলার সপ্তদশ চক্রের মাননীয় অবর বিদ্যালয় পরিদর্শক শ্রীযুক্ত সমীর মজুমদার মহাশয়,মাননীয় এডিআই মহাশয় ও বিদ্যালয়ের এস.ডি.সি র সভাপতি মাননীয় শ্রীযুক্ত নবারুণ চক্রবর্তী মহাশয়।শ্রীযুক্ত সমীর মজুমদার মহাশয় তাঁর মূল্যবান বক্তব্য সহজ সরল সাবলীল ভাষায় উপস্থিত দর্শকদের সামনে তুলে ধরেন।তিনি ছাত্রছাত্রীদের বিশেষ উৎসাহ দিয়েছেন যা এককথায় অনবদ্য।         সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই বিদ্যালয় কমিটির চেয়ারম্যান শ্রীযুক্ত নবারুণ চক্রবর্তী,উল্টাডাঙ্গা প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও সহ শিক্ষিকাগণ,ছাত্রছাত্রী,অভিভাবকবৃন্দ, পঞ্চম ও সপ্তদশ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক, মাননীয় এডিআই মহাশয়,পঞ্চম চক্রের পূর্বতন অবর বিদ্যালয় পরিদর্শক ও  NGO CINI র  সদস্যবৃন্দ।         এলাকার মানুষ ও এসেছিলেন এই অনুষ্ঠানে এছাড়া High School  এর শিক্ষিকাগণ ও ছিলেন দর্শক আসনে।সারা বছর ধরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা  কঠোর অনুশীলনের মধ্যেই নিজের সেরাটা তুলে আনে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিআই স্যার (প্রাইমারী এডুকেশন কলকাতা)শ্রীযুক্ত সুব্রত কুমার সেন,পঞ্চম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শ্রীমতী তিথিমিতা শী, সপ্তদশ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক  শ্রীযুক্ত সমীর মজুমদার, পঞ্চম চক্রের পূর্বতন অবর বিদ্যালয় পরিদর্শক শ্রী শ্যামকৃষ্ণ মন্ডল মহাশয় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী মধুমিতা আইচ। সমগ্র অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত এনারা ছিলেন এবং প্রতিটি কাজে উৎসাহ যুগিয়েছেন।এনাদের এভাবে পেয়ে আমরা খুবই খুশী এবং গর্বিত। ওনাদের মূল্যবান সময় এবং মূল্যবান মতামত দিয়ে বিদ্যালয়ের এই সাংস্কৃতিক অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করেছেন।

প্রধান শিক্ষিকা মধুমিতা আইচ বলেন যে, -“সকলের উপস্থিতিতে আমাদের বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিপূর্ণতা লাভ করে”।এর জন্য তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ, নমস্কার ও অভিনন্দন জানান। একটা সুন্দর আনন্দ অনুষ্ঠানের মধ্য দিয়ে উল্টাডাঙ্গা প্রাথমিক বালিকা বিদ্যালয় ইংরাজি নতুন বছর 2024 কে আগাম শুভেচ্ছা, অভিনন্দন ও সুসাগতম জানায়। নতুন বছর সকলের ভালো কাটুক ও সকলে ভালো থাকুন, বিদ্যালয় এই প্রার্থনা করে।

Leave a Reply