উত্তরবঙ্গের থমকে থাকা রেল নিয়ে কেন্দ্রীয় হলফনামা তলব
মোল্লা জসিমউদ্দিন ,
দশ বছর পেরিয়ে গেলেও অজ্ঞাত কারণে থমকে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে বাংলাদেশ সীমান্তবর্তী হিলির রেলপথ নির্মাণ প্রকল্প।কেন এত বিলম্ব এই প্রকল্ল রূপায়ণ করতে? তা জানতে চাইলো কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্ডালের ডিভিশন বেঞ্চ। বুধবার দুপুরে হাইকোর্টে শুনানির জন্য উঠে এই মামলা।সেখানে কেন্দ্রীয় সরকারের হলফনামা চেয়েছে আদালত। এদিন কেন্দ্রকে হলফনামা দিয়ে বক্তব্য জানানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্ডাল ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে রাজ্যকেও হলফনামা দিয়ে স্থানীয় সমস্যার কথা জানানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । মামলাকারীর আইনজীবী কল্যাণ চক্রবর্তীর অভিযোগ, -‘ বালুরঘাট থেকে বাংলাদেশ সীমান্তবর্তী হিলি পর্যন্ত যোগাযোগ তৈরির জন্য গত ২০১০ সালে কেন্দ্রের রেলমন্ত্রক কাজ শুরু করে থাকে । কয়েকটি সংযোগকারী ব্রিজ তৈরি করা হয়েছে। রেল প্রায় ৪০ শতাংশ কাজ সেখানে শেষ করে দিয়েছে। প্রথম দিকে দ্রুত গতিতে কাজ শুরু হলেও ক্রমশ তা গতি হারাতে থাকে প্রকল্পের বাস্তবায়ন ঘটাতে। বর্তমানে তা পুরোপুরি বন্ধ বলা যায়’ । অথচ এই প্রকল্প হলে শুধু যাত্রী পরিষেবায় যোগাযোগ ব্যবস্থা নয়, বাণিজ্যিকভাবে বালুরঘাট সহ উত্তরবঙ্গের উন্নয়ন হতে পারবে বলে আদালতকে জানিয়েছেন এই মামলাকারীর আইনজীবী। এখন দেখার কেন্দ্রীয় সরকারের তরফে রেল কর্তৃপক্ষ কি জানায় এই প্রকল্পের খুটিনাটি নিয়ে।