সেখ রতন,

বর্ধমান শহরে ইন্ডিয়ান বয়েজ গ্রুপের পরিচালনায় বৃহত্তর রক্তদান শিবির আয়োজন করা হয়।প্রায় চারশোর কাছাকাছি ব্যক্তি বিভিন্ন সময়ের পরিপেক্ষিতে রক্তদান করে থাকে। উপস্থিত ছিলেন কলকাতা মেডিকেল হাসপাতালের চিকিৎসক ও অধ্যাপক ডক্টর সৌমিক ঘোষ, বর্ধমান মহিলা থানার আইসি বনানি রায়, বর্ধমান পুরসভার উপ পুর প্রশাসক আইনুল হক প্রমুখ।

Leave a Reply