সঞ্জয় হালদার,

একাধিক দাবি-দাওয়া নিয়ে পুরুলিয়ার আড়শার মিশিরডিতে সকাল ন’টা থেকে পথ অবরোধ করেছিলেন স্থানীয় বাসিন্দারা l আটকে পড়েছিলেন বহু পর্যটক l ওই পথ দিয়ে অযোধ্যা পাহাড়ে সরকারি কর্মসূচিতে যাচ্ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি মহাশয় ।স্থানীয় কৃষক ও বাসিন্দাদের অভিযোগ গুলো শুনে ১৫ দিনের মধ্যে মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন। তার কাছে আশ্বাস পেয়ে বেলা ১২ টা নাগাদ অবরোধ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা। উপস্থিত ছিলেন সুষেন মাঝি, মহাশয়।

Leave a Reply