২৫ শে ডিসেম্বর উপলক্ষে বর্ধমান সহযোদ্ধার পক্ষ থেকে এদিন আদিবাসী পাড়াতে শিশুদের সঙ্গে এক কর্মসূচি পালন করা হয়।
এদিনের কর্মসূচিতে শিশুদের পরিবেশন করা নাচ ,গান ,আবৃত্তি, এবং আদিবাসী মা ও শিশুরা একত্রিত হয়ে আদিবাসী নৃত্য পরিবেশন করেন এছাড়াও সহযোদ্ধার পক্ষ থেকে একটি পথনাটিকা করা হয়।
এদিনের এই কর্মসূচিতে শিশুদের পাশাপাশি তাদের পরিবারও অংশ নেয়।
পাশাপাশি শিশুদের মধ্যে এদিন কমলালেবু চকলেট বিস্কুট কেক বেলুন এইগুলো তুলে দেওয়া হল।
উপস্থিত ছিলেন বেলকাশ গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহানারা খাতুন, বর্ধমান সহযোদ্ধার সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়, সহযোদ্ধার সহ-সভাপতি ফাল্গুনী দাস রজক, সাংগঠনিক সম্পাদক প্রশান্ত ধীবর সহ আরো অন্যান্যরা।