আজ আসানসোলে তৃণমূল প্রার্থী ‘বিহারিবাবু’ শত্রুঘ্ন সিনহা,
পারিজাত মোল্লা,
আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভার উপনির্বাচন রয়েছে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফে দলীয় প্রার্থী হিসেবে বলিউডের বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহার নাম ঘোষণা করা হয়েছে।পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সুত্রে প্রকাশ, আজ অর্থাৎ রবিবার বিকেলে আসানসোল আসছেন তৃণমূল প্রার্থী। রবিবারসীয় বিকেল থেকেই দলীয় প্রার্থীকে সামনে রেখে প্রচার শুরু করছে আসানসোল তৃণমূল । আজ অর্থাৎ রবিবার বিকেলে অন্ডাল বিমানবন্দরে আসবেন আসানসোলের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা । জানা গেছে , অন্ডাল বিমানবন্দর থেকে আসানসোল শহর পর্যন্ত এই ‘অভিনেতা’ প্রার্থী কে নিয়ে গাড়িতে চাপিয়ে একপ্রকার প্রচার চালানো হবে ।এরপর আসানসোল পুরসভার তরফে সংবর্ধনা দেওয়া হবে শত্রুঘ্ন সিনহা কে । ১২ এপ্রিলের ভোটের জন্য আগামী সোমবার বা মঙ্গলবার মনোনয়ন জমা দিতে পারেন বিহারি বাবু খ্যাত শত্রুঘ্ন । চলতি মরসুমে হোলি উত্সবকে মাথায় রেখে জনসংযোগে জোর দিচ্ছে আসানসোল তৃণমূল ।আসানসোলে ২০১৯ লোকসভা ও ২০২১ এর বিধানসভা ভোটের বিস্তর ফারাকরয়েছে । গত ২০১৯ এর লোকসভায় তৎকালীন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় ভোট পেয়েছিলেন ৬ লক্ষ ৩৩ হাজার ৫৭৮টি। তৃণমূল প্রার্থী মুনমুন সেন পেয়েছিলেন ৪ লক্ষ ৩৫ হাজার ৭৪১ টি ভোট। শতাংশের হিসাবে দেখা গিয়েছিল, বিজেপির ভোট শতাংশ ৫১.১৬%, তৃণমূলের ভোট ৩৫.১৯%, বামেদের ভোট ছিল ৭.০৮%, কংগ্রেস, নোটা-সহ বাকিদের মিলিত ভোট শতাংশ ছিল ৭% এর মত।তবে গত বিধানসভা ভোটের প্রাপ্ত ফলাফলে উল্লেখ , আসানসোল লোকসভার মধ্যে থাকা বারাবনি বিধানসভা আসনে তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায় পেয়েছিলেন ৫২% ভোট।বিজেপি প্রার্থী অরিজিত্ রায় পেয়েছিলেন ৩৮% ভোট। তৃণমূলের জয়ের ব্যবধান ছিল ২৩,৪৫৭টি ভোট। জামুরিয়া বিধানসভা আসনে তৃণমূলের প্রার্থী হরেরাম সিং পেয়েছিলেন ৪৩% ভোট। বিজেপি প্রার্থী তাপস রায় পেয়েছেন ৩৮% ভোট। তৃণমূলের জয়ের ব্যবধান ছিল ৮,০৫১ ভোট।পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী পেয়েছিলেন ৪৫% ভোট। বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি পেয়েছিলেন ৪৩% ভোট। তৃণমূল প্রার্থীর জয়ের ব্যবধান ছিল ৩,৮০৩ ভোট।আসানসোল উত্তর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মলয় ঘটকের প্রাপ্ত ভোট ছিল ৫২%। বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ছিল ৪১%।তৃণমূলের জয়ের ব্যবধান ছিল ২১,১১০ ভোট। রাণিগঞ্জ বিধানসভা আসনে তৃণমূল প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ছিল ৪৩%। বিজেপি প্রার্থী বিজন মুখোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ছিল ৪১%। তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধান ছিল ৩৫৫৬ ভোট। বাকি দুই বিধানসভা আসন জিতে নেয় বিজেপি শিবির। আসানসোল দক্ষিণে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের প্রাপ্ত ভোট ছিল ৪৫%। তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের প্রাপ্ত ভোট ছিল ৪৩%। বিজেপির জয়ের ব্যবধান ছিল ৪,৪৮৭ ভোট। কুলটি বিধানসভা আসনে বিজেপির প্রার্থী অজয় পোদ্দারের প্রাপ্ত ভোট ছিল ৪৬%। তৃণমূলের প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায় প্রাপ্ত ভোট ছিল ৪৬%। বিজেপি প্রার্থীর জয়ের ব্যবধান ৬৭৯ টি ভোট।ইতিমধ্যেই আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়িকা অগ্নিমিত্রা পাল কে বিজেপি লোকসভার উপনির্বাচনে প্রার্থী হিসাবে ঘোষণা করেছে।এই লোকসভার আসনে কতভোটে জিততে চলেছেন বিহারি বাবু খ্যাত শত্রুঘ্ন সিনহা সেই অঙ্কে মশগুল পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল নেতৃত্ব বলে জানা গেছে।