‘আচার্য দীনেশচন্দ্র সেন স্মৃতি’ স্বর্ণপদক অর্পণ ও ‘নব রূপেশ্বর’ পত্রিকা প্রকাশ অনুষ্ঠান
১৫ মে, ২০২৪ অনুষ্ঠিত হল ‘আচার্য দীনেশচন্দ্র সেন স্মৃতি’ স্বর্ণ পদক অর্পণ ২০২৪ ও ‘নব রূপেশ্বর’ পত্রিকার শুভ উদ্বোধন অনুষ্ঠান ৷ স্থান : আশুতোষ মেমোরিয়াল হল।
স্বর্ণ পদক অর্পণ করা হয় উত্তরবঙ্গের প্রত্নতত্ত্ব ও পুরাকীর্তি গবেষক গোপাল লাহা ও লোকসংস্কৃতি গবেষক নিরঞ্জন মণ্ডল-কে।
প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গৌতম দে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি তন্ময় চক্রবর্তী, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কল্যাণ চক্রবর্তী, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপিকা ড. মনাঞ্জললি বন্দ্যোপাধ্যায়, কবি জয়দেব মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিমল কুমার থান্দার ও প্রকাশক প্রাণকৃষ্ণ মাজী, বিবেকানন্দ বুক সেন্টার, প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি সঞ্জয় দে ও পরিচালনা করেন আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি, ভারত-এর সম্পাদিকা দেবকন্যা সেন ৷