সঞ্জয় হাল্দার,
পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের মাদার সংগঠন, শ্রমিক সংগঠন, যুব তৃণমূল, এবং মহিলা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ব্লক এবং শহর কমিটির নব নিযুক্ত সভাপতি এবং সহ-সভাপতির গুরু দায়িত্ব যাদের উপর অর্পণ করা হয়েছে, মাননীয়া দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে ২০২৩ এর পঞ্চায়েত ভোটকে লক্ষ্য করে সেই সমস্ত সম্মানীয় সভাপতি এবং সহ-সভাপতিদের সংবর্ধনা সভার আয়োজন কার্যক্রম সুসম্পন্ন হল দলের জেলা কমিটির কার্যালয়ে। নব নিযুক্ত নেতা এবং নেত্রীদের দলের পুরুলিয়া জেলা কমিটির মাননীয় সভাপতি সৌমেন বেলথরিয়া অত্যন্ত সোহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যে উজ্জীবিত করে বললেন ”দল এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের উপর পরম ভরসা রেখে যে গুরুদায়িত্ব অর্পণ করেছেন, আপনারা নিষ্ঠার সাথে সেই দায়িত্ব যথাযোগ্য ভাবে পালন করে নিজের নিজের এলাকার দলীয় সংগঠনকে শক্তিশালী করবেন বলেই আমার বিশ্বাস। আগামী সমস্ত নির্বাচনের কথা মাথায় রেখে দলকে আরো সম্মান এর সাথে নতুন উচ্চতায় নিয়ে গিয়ে জেলার তথা দলের মুখ উজ্জ্বল করবেন বলেই আমাদের সকলের বিশ্বাস এবং ভরসা আপনাদের উপর রয়েছে। এদিন বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী মাননীয় শান্তি রাম মাহাতো, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি র সভাপতি উজ্জ্বল কুমার, পুরুলিয়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মেঘদূত মাহাতো, মহিলা তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলা সভার নেত্রী সুমিতা সিংহ মল্ল, বঙ্গজননী শাখার পুরুলিয়া জেলা সভানেত্রী নিয়তি মাহাতো, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বিষ্ণু চন্দ্র পাল, তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের পুরুলিয়া জেলা সভাপতি কিরিটি আচার্য, জয় হিন্দ বাহিনীর পুরুলিয়া জেলা সভাপতি মানিক মিশ্র, পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালী ,তৃণমূল সংখ্যালঘু সেল এর পুরুলিয়া জেলা সভাপতি শেখ রহামামিম, পুরুলিয়া জেলা তপশিলি জাতি উপজাতি সেলের সভানেত্রী মীরা বাউড়ী, বিধায়ক সুশান্ত মাহাতো, বিধায়ক রাজীব লোচন সোরেন, প্রাক্তন বিধায়ক মিনু বাউড়ী, প্রাক্তন বিধায়ক উমাপদ বাউরী সহ বিভিন্ন নেতা এবং নেত্রী গন।