আগরপাড়া, গাঙ্গুলীপাড়া র সার্বজনীন দুর্গোৎসবে এবার শিক্ষামূলক মন্ডপের জন্য তিনটি বিজয়ের মুকুট


দীপঙ্কর সমাদ্দার: পূর্ব আগরপাড়া নিরঞ্জন মেলা ও উৎসব কমিটির পক্ষ থেকে “দ্বিতীয়, শ্রেষ্ঠ মন্ডপ। গণবিবাহ কমিটি থেকে মণ্ডপে “দ্বিতীয় শ্রেষ্ঠত্বের পুরস্কার”। কলকাতা নিউ আলিপুর থেকে “রূপং দেহি শারদ সম্মান ২৩” শে “দি ডেলিবাজ” সংবাদ সংস্থার পক্ষ থেকে “শ্রেষ্ঠ মন্ডপে বিজ্ঞান শিক্ষার প্রসার সম্মান” অর্জন করে নিল আগরপাড়ার “গাঙ্গুলীপাড়া পাড়া ষষ্ঠীতলা উন্নয়ন সমিতির দুর্গোৎসব কমিটি”। এই পুজোর বিশেষত্ব ছিল চাঁদের দেশ চন্দ্রযান৩ নিয়ে পুজোর থিম করা হয়েছে সেহেতু দুর্গোৎসবের দ্বারদঘাটন করেছিলেন পঞ্চমীর দিন ইসরোর বিজ্ঞানী রাজিব সাহা। মহাকাশ বিজ্ঞানের উপর বিভিন্ন তথ্য নিয়ে ৪০ ফুটেরও বেশি উঁচু রকেটটি যেটা চন্দ্রযান ৩ কে চাঁদের দেশে পৌঁছে দিয়েছিল সেটা দেখার মত ছিল।। এছাড়াও পুরো মন্ডপ জুড়ে মহাকাশ বিজ্ঞান নিয়ে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক তথ্য এলাকার হাজার হাজার মানুষের মন কেড়ে নিয়েছিল। পূজো কমিটির সম্পাদক সিদ্ধার্থ রায় চৌধুরী জানালেন রাজীব সাহা যেহেতু আমাদেরই পাড়ার ছেলে ওর কথা মাথায় রেখেই এবারের পূজোর থিমটা মাথায় এসেছিল এবং এটি সম্পূর্ণ রূপ দিতে সাহায্য করেছে পাড়ার বিশিষ্ট গুণী শিল্পীরা। এই পূজোর প্রতিবছরের মতো বিশেষত্ব ছিল অষ্টমীর দিন সমগ্র পাড়ার অধিবাসীবৃন্দ একসাথে মায়ের ভোগ গ্রহণ করা। এই পূজোকে ঘিরে আগরপাড়া ছাড়াও বাইরে থেকে প্রচুর দর্শনার্থী উপস্থিত ছিল। সামান্য পূজোর বাজেটে এত বড় একটা থিম দাঁড় করানোটাও ভাববার বিষয়। দশমীর দিন বিশাল শোভাযাত্রা করে প্রতিমা নিরঞ্জন হয় উষুমপুর বটতলা বিসর্জন পুকুরে।।

Leave a Reply