অমর ভালোবাসা,

কানন পটুয়া

নশ্বর দেহ বিলীন হয়,
নিয়তির পরিহাসে।
আত্মারা তো অমর হয়,
তারাদের মহাকাশে।

নিথর দেহেও হৃদয় জুড়ে,
ভালবাসারা বাঁচে।
অমর হলেও আত্মারা সব,
মরে হৃদয় যাঁচে।

পাবোনা জেনেও ভালবাসা,
এপারেতে অপেক্ষায়।
পাবার আশায় ওপারেতেও,
রবে নীরব প্রতীক্ষায়।

সবাই যাব ওই পারেতে ,
ফিরবো বলেই আসা।
শুধু হৃদয় মাঝে অনন্তকাল,
বেঁচে থাক ভালবাসা।

Leave a Reply