অবৈধ প্রাথমিক শিক্ষক মামলায়   ২৬৮ জনের মধ্যে আপাতত বহাল ২ জন!

পারিজাত মোল্লা

অবৈধ প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় ২৬৮ জনের মধ্যে আপাতত বহাল ২ জন! আজ অর্থাৎ বৃহস্পতিবার ১ এবং  ৫৯ সর্বমোট ৬০ জনের শুনানি রয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি ফিরে পেলেন ২ জন প্রাথমিক শিক্ষক। বুধবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। ওই দুই শিক্ষকের বেতন আবার চালু করার নির্দেশ দিয়েছেন বিচারপতি ।প্রাথমিক মামলায় গত বছর চাকরি গিয়েছিল ২৬৮ জনের। এ নিয়ে হাইকোর্টে  দ্বিতীয় ধাপে পাল্টা আবেদন করেন ১৪৬ জন।এঁদের মধ্যে বুধবারই চাকরি গিয়েছে ১৪৩ জনের। বাকি ৩ জনের মামলার শুনানি ছিল। সেই শুনানিতে প্রাথমিকের ২ জন শিক্ষক তরুণ কারক এবং প্রসেনজিত্‍ ভট্টাচার্যকে চাকরিতে বহাল রাখার নির্দেশ দেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি, ওই দুই শিক্ষকের বেতন আবার চালু করার নির্দেশও দিয়েছেন তিনি। নথি খতিয়ে দেখে আবার শুনানি হবে ১ জন আবেদনকারীর।গত বছর বেআইনি ভাবে নিয়োগের অভিযোগে ২৬৮ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। ওই ২৬৮ জনকে একটি ভুল প্রশ্নের জন্য এক নম্বর দিয়ে পাশ করানো হয়েছিল। এর পর প্রশ্ন ওঠে ওই এক নম্বর কেন ২৬৮ জনকেই পাইয়ে দেওয়া নিয়ে। অভিযোগ ওঠে, টাকার বিনিময়ে চাকরি পেয়েছিলেন ২৬৮ জন। তা নিয়ে পাল্টা মামলা দায়ের হয়। বুধবার দুই শিক্ষক তরুণ এবং প্রসেনজিত্‍ হাইকোর্টে যুক্তি দেন, নম্বর ভুল নিয়ে তাঁরা আগে মামলা করেছিলেন। তখন হাইকোর্টের নির্দেশেই তাঁরা অতিরিক্ত  ৬ নম্বর পেয়েছিলেন। এরফলে চাকরিতে তাঁরা যোগ্য বলে বিবেচিত হবেন। এই যুক্তিতে তাঁদের পুনর্বহালের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ।

Leave a Reply