চুরি যাওয়া তিন বাইক সহ পুলিশের জালে গ্রেফতার এক
কাজল মিত্র :- সালানপুর থানার বিভিন্ন এলাকায় রমরমিয়ে চলছে বাইক চুরি।
যার ফলে রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া বাইক সহ পুলিশের জালে আটক এক। পুলিশ সূত্রে জানাজায় শুক্রবার রাত ৮টা নাগাদ বারাবনি থানার মদনপুর এলাকা থেকে তিনটি মোটর সাইকেল সহ এক জন দুষ্কৃতী কে আটক করে যার মধ্যে দুটি হিরো গ্ল্যামার বাইক ও একটি হোন্ডা সাইন বাইক পাওয়া যায় ওই যুবকের কাছে থেকে ।যুবকের নাম এস কে সামিউল ।তাকে আটক করে তিনদিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল।আজকে আসানসোল কোর্টে তোলা হবে বলে জানান পুলিস ।