Spread the love

১৮ ফুটের সরস্বতী বীরভূমের গোহালিয়াড়ায়

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- আজ ১৪ ই ফেব্রুয়ারি সরস্বতী পূজা।এ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ ক্লাব থেকে পাড়া এমনকি পারিবারিক ভাবেও পালিত হচ্ছে সরস্বতী পূজা।বিভিন্ন পাড়া বা ক্লাবের মধ্যে দর্শণার্থীদের আকর্ষণ করতে রয়েছে নানান থিম সহ অন্যান্য বিষয়।সেরূপ বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তগর্ত গোয়ালিয়ারা গ্রামের নিউ জনসন যুব সম্প্রদায়ের উদ্যোগে এবছর ১৮ ফুটের সরস্বতী প্রতিমা তৈরি করে এলাকায় যথেষ্ট সাড়া ফেলে।জানা যায়, নিউ জনসন যুব সম্প্রদায়ের সদস্যরা গত ১০ বছর ধরে সরস্বতী পুজো করে আসছে। তবে এবছর সরস্বতী পূজার নতুনত্ব ভাবনা এনেছে। ১১ তম বছর উপলক্ষে ১৮ ফুটের সরস্বতী প্রতিমা গড়ে। পুজোতে মানুষের মধ্যে আলোড়ন তোলার প্রচেষ্টা। উদ্যোক্তাদের দাবি তাদের গ্রাম সহ পার্শ্ববর্তী এলাকায়ও এত বড় মাপের সরস্বতী প্রতিমা তৈরিতে প্রথম। উল্লেখ্য নিউ জনসনের সদস্যরা শুধুমাত্র সরস্বতী পুজোতেই থেমে থাকে না, গ্রামের মানুষের স্বার্থে বিভিন্ন জনসেবামূলক কর্মকাণ্ডেও যুক্ত থাকেন। তাই তাদের আশা এই প্রতিমা দেখার জন্য স্থানীয় সহ পার্শ্ববর্তী অঞ্চলের মানুষজনের ভিড় উপচে পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *