শুভ ঘোষ,
গত 24 শে সেপ্টেম্বর নিউটাউনের নজরুল তীর্থহলে ইউনিক ক্রিয়েশন নিবেদিত বাংলা ছবি ‘১৮ তে ৭২ ‘।ছবিটি মুক্তি পায়
এবং তারই পাশাপাশি আয়োজন করা হয় এক সাংবাদিক সম্মেলনের।এই বাংলা ছবি। এই বাংলা ছবিটি 72 সালের নকশালদের আত্মকাহিনী নিয়ে তৈরি হয়। এই ছবিটিতে যারা মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তারা হলেন গৌরব চক্রবর্তী, সৌমিক বসু নবাগত সৌরভ ভট্টাচার্য্য তন্ময় রায় নবাগতা সুমা দে সুদীপ দে সহ আরো অনেকে।এই ছবিটিতে কাহিনী চিত্রনাট্য ও সংলাপ এ জেমি ব্যানার্জি।