Spread the love

সুভাষ মজুমদার,

হুগলী রুরাল পুলিশ জেলা এবং আরামবাগ থানার উদ্যোগে শুক্রবার হুগলির আরামবাগের রাজা রামমোহন রায় হলে অনুষ্ঠিত হয়ে গেল বিনামূল্যে NEET & JEE পরিক্ষার কোচিং ক্লাস করার সুবিধা ছাত্র-ছাত্রীদের। ক্যারিয়ার কোর্সের সহযোগিতায় বিনামূল্যে কোচিং ক্লাস করাতে এগিয়ে আসে।এদিন আরামবাগ হাই স্কুল এবং আরামবাগ গার্লস স্কুলের ছাত্র-ছাত্রীরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এদিন ১২০ ছাত্র-ছাত্রীদের হাতে একটি করে অনলাইন ক্লাস করার জন্য একটি করে নথিপত্র তাদের হাতে তুলে দেন আরামবাগ এসডিপিও অভিষেক মন্ডল, আরামবাগ থানার আইসি বরুণ কুমার ঘোষ, আরামবাগ গার্লস স্কুলের প্রধান শিক্ষকা রাজষি দে, আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ রায় প্রমূখ। NEET & JEE ফ্রি কোচিং ক্লাস করার জন্য জেলা থেকে মোট ২০০ জন ছাত্রছাত্রীকে সিলেক্ট করা হয়েছে। এর মধ্যে থেকে ১২০ ছাত্র-ছাত্রী আরামবাগ মহকুমা থেকে ফ্রি কোচিং ক্লাসের সুযোগ পেয়েছে। প্রশাসন সূত্রে আরো জানা গেছে, যদি কোন ছাত্র-ছাত্রী এই পরীক্ষা দেওয়ার জন্য আগ্রহী থাকে, সে সমস্ত ছাত্র-ছাত্রীদেরকে আরামবাগ পুলিশ প্রশাসন ফ্রি কোচিং এর সুবন্দোবস্ত করে দেবেন বলে জানা গেছে। এ প্রসঙ্গে আরামবাগ এসডিপিও অভিষেক মন্ডল বলেন, হুগলি গ্রামীণ জেলা পুলিশের আরোক্ষধ্যক্ষ মহাশয় এর উদ্যোগে এবং কেরিয়ার কোর্স প্রতিষ্ঠানের সহযোগিতায় আমরা হুগলি গ্রামীণ জেলার ২০০ জন ছাত্র ছাত্রীদের নির্বাচিত করেছি। এবং তাদেরকে আগামী দু’বছরের জন্য NEET এবং JEE-এর ফ্রিতে কোচিং দেওয়া হবে। পাশাপাশি মক টেস্টের ব্যবস্থা করা হবে সেটাও বিনামূল্যে। আগামী দিনে যাতে ছাত্রছাত্রীরা ভালো ফল করতে পারে, সেই উদ্দেশ্য নিয়েই এই কোচিং ক্লাস। হুগলি জেলা থেকে ২০০ জনকে নির্বাচিত করা হয়েছে। এরমধ্যে আরামবাগ মহকুমার ১২৯ জন ছাত্র-ছাত্রী রয়েছে। আরামবাগ পুড়শুড়া গোঘাট সব জায়গায় থেকেই রয়েছে। আরামবাগ পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে আরামবাগ বাসি সাধুবাদ জানিয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *