Spread the love

স্বর্ণাস মেকওভার এর পক্ষ থেকে আগামী জুন মাসে আয়োজন হতে চলেছে একটি ব্রাইডাল রামপ ওয়াক ” চিত্রাঙ্গদা ” (আমি সেই মেয়ে ) ” “


অর্গানাইজিং বুলু গোস্বামী (কর্ণধার )
সমাজের নারী প্রতিবাদী ভাষা কে তুলে ধরতে তার এই প্রতিবেদন একটা ফ্যাশন জগতের পথ ধরে।
সমাজে আজ নারী সত্যি কি অবহেলিত তাঁদের কি প্রতিবাদের কোনো ভাষা নেই? হম আছে! সত্যি আছে আর সেই ভাষা বা ভাবনা দিয়ে আয়োজন হতে চলেছে ব্রাইডাল রামপ ওয়াক চিত্রাঙ্গদা ” (আমি সেই মেয়ে ) যেখানে একটি মেয়ের কথা তুলে ধরতে চান বুলু গোস্বামী, সেই মেয়ে যে প্রতিবাদী, সহণশীল, সংসারী, প্রেমিকা, তারি আয়োজন এই অনুষ্ঠানের গতানগতিক রামপ ওয়াক থেকে বেরিয়ে। একজন মেকআপ আর্টিস্ট এর এই ভাবনা সত্যি একটা সমাজের কাছে একটি অন্য মাত্র তুলে ধরবে আগামী দিনে। কারণ বুলু গোস্বামী এটাই বলেন রামপ আমরা সবাই করি কিন্তু একই রকম কিছু যেখানে ব্রাইডাল মানে সেই বিয়ের সাজ সেই চন্দনের ফোটা সাজ সেই একই স্টেজ হাঁটা তার থেকে এমন কিছু যেখানে একটা নারী বা মেয়ে কে আর পরিচয় তুলে ধরার জায়গা পাবে সমাজের কাছে আমি তেমন কিছু করতে চলেছি । সেও হয়ে উঠবে একজন সমাজের পুরুষের সাথে লড়াই করা চিত্রাঙ্গদা ” (আমি সেই মেয়ে ) ” একজন মেকআপ আর্টিস্ট ও অর্গানইজার হিসাবে সবাই কে নিয়ে আমি এটাই তুলে ধরতে চাই এই অনুষ্ঠান এর মাধ্যম দিয়ে সমাজের সকল মানুষ কে আহ্বান জানাই ও সংবাদ মাধ্যম কেও এই অনুষ্ঠানে উপস্থিতি থেকে এই অনুষ্ঠান টি কে এক অন্য মাত্রায় নিয়ে যাবার জন্য কারণ চিত্রাঙ্গদা ” (আমি সেই মেয়ে ) ” শুধু একটা রামপ ওয়াক না একটা প্রতিবাদ সমাজের কাছে একজন নারী হিসাবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *