Spread the love

সাধন মন্ডল,

দু দিনের টানা বর্ষণে ঘর থেকে বাইরে বের হওয়া দায় হয়েছে তার উপর গতকাল রাত্রে হাতির হানায় বাড়ি ভেঙেছে সিমলাপাল থানার দুবরাজপুর গ্রাম পঞ্চায়েত এলাকার পুটিয়াদহ পিঠাবাকড়া, বালিঝুরঝুরি গ্রামের আট থেকে দশটি মাটির বাড়ি। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায় গতকাল রাত্রে একটি হাতি হঠাৎ গ্রামে ঢুকে পড়ে।সম্ভবত দেশি মদের গন্ধে হাতিটি জঙ্গল ছেড়ে গ্রামের দিকে আসে এবং পরপর বেশ কয়েকটি বাড়ি ভেঙ্গে ফেলে। সারেঙ্গা বনাঞ্চলের বন আধিকারিক সুরজিৎ মজুমদার বলেন একটি হাতি পাকাপাকিভাবে মেদিনীপুর জেলার গোয়ালতোড় রেঞ্জ এলাকায় রয়ে গেছে সেই হাতিটি মাঝেমধ্যেই বাঁকুড়া জেলার সারেঙ্গা রেঞ্জ এলাকায় ঢুকে পড়ে। সেইরকমই গতকাল রাত্রে হাতিটি ঐ সমস্ত গ্রামে ঢুকে পড়ে এবং আট থেকে দশটি বাড়ি ক্ষতি করেছে। আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম সরকারি নিয়মে ক্ষতিগ্রস্ত পরিবারদের অবিলম্বে সাহায্যের জন্য আবেদন জানাবো। এবং যত তাড়াতাড়ি উপভোক্তারা সাহায্য পায় তার চেষ্টা করছি। বৃষ্টির কারণে হাতিটিকে গতকাল অন্য জায়গায় পাঠানো সম্ভব হয়নি আশা করছি আজ হাতিটিকে মেদিনীপুর রেঞ্জের দিকে ফেরত পাঠাতে পারবো অন্যদিকে সিমলাপাল থানার আইসি তাপস দত্ত বলেন “ঘটনার খবর পেয়ে আমাদের পুলিশকর্মীরা গ্রামে গিয়েছেন তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ সংগ্রহ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রশাসনের পক্ষ থেকে যথাসাধ্য সাহায্য করা হবে।” যাদের বাড়ি ভেঙ্গেছে তারা হলেন পুটিয়াদহ গ্রামের বালিঝুরঝুরি গ্রামের শংকর সিংহ মহাপাত্র, সমর সিংহ মহাপাত্র পুটিয়াদহ গ্রামের সাধন রায়, রামকৃষ্ণ হাঁসদা, পিঠাবাকড়া গ্রামের নিহার সিংহ মহাপাত্র প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *