সিটুর বারােতম রাজ্য সম্মেলন উপলক্ষ্যে অংকন প্রতিযোগিতা
কাজল মিত্র :- ১৯ সেপ্টেম্বর চিত্তরঞ্জনে সিটুর বারােতম রাজ্য সম্মেলন উপলক্ষ্যে
চিত্তরঞ্জন লেবার ইউনিয়নের ব্যবস্থাপনায় আর – সাইট পুজো মণ্ডপে একটি
অঙ্কন প্রতিযােগিতার আয়োজন করা হয়।
এই প্রতিযােগিতা তিনটি বিভাগে করা হয় এর মধ্যে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর পড়ুয়াদের জন্য ক বিভাগে প্রথম দৃশিতা শর্মা , দ্বিতীয় অন্বেষা সেন , তৃতীয় অর্ক পাল।স্বান্তনা পুরস্কার পায় মৃষ্ঠা দাস,দুর্বা গােলদার , অদ্রিজা সেন । ক্লাস ফাইভ থেকে এইট পর্যন্ত পড়ুয়াদের জন্য খ বিভাগে প্রথম উৎসা সাহা , দ্বিতীয় সােনা কুমারী , তৃতীয় রাজদীপ ঘােষ । স্বান্তনা পুরস্কার পায় আরাধ্যা শর্মা , দীপা চৌধুরী , ঋতম পটুয়া । ক্লাস নাইন থেকে উর্ধ্বে পড়ুয়াদের জন্য গ বিভাগে প্রথম সৃজনী দাস , দ্বিতীয় সৃজনী দত্ত , তৃতীয় কৌশানি নাগ । স্বান্তনা পুরস্কার পায় সুহানী গােস্বামী , অর্কায়ন আচার্য , নিশা পাণ্ডে