সিঁথিতে যুবকের আত্মহত্যা ঘিরে বাড়ছে রহস্য
মির্জা মহঃ মশিহুর রহমান ,
বৃহস্পতিবার সকালে কলকাতার সিঁথিতে এক নির্মীয়মান বাড়িতে ঝুলন্ত দেহ ঘিরে চাঞ্চল্য রয়েছে।পরিকল্পিত খুন নাকি আত্মহত্যা তা ঘিরে আসছে নানান প্রশ্নচিহ্ন। এই ঘটনানা কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।মৃত যুবকের নাম খোকন পাত্র(৩৪)। আরামবাগের বাসিন্দা। । পেশায় স্যাঁকরা। বাবার নাম অজয় পাত্র। সদ্য সিঁথি এলাকায় এসেছেন তিনি। পুলিশ সূত্রে প্রকাশ , খোকন মদ্যপ ছিলেন। দিনভর নেশায় ডুবে থাকতেন । অবসাদে ভুগছিলেন। মানসিক অবসাদেই তিনি আত্মহত্যা করছেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।স্থানীয় সূত্রে প্রকাশ , নির্মীয়মান বাড়ির ভিতর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয় বাসিন্দারা সেখানে ঢোকেন। দেখেন সিলিং থেকে দেহটি ঝুলছে। তাঁরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে। তবে আরামবাগের বাসিন্দা কেন সিঁথিতে এসে আত্মঘাতী হলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি, ফলে আত্মহত্যা নাকি খুন, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ওই যুবকের কারওর সঙ্গে শত্রুতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে সিঁথি থানার পুলিশ।এই ঘটনায় স্থানীয় থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দাখিল করেছে।