Spread the love

সাধন মন্ডল,

দীর্ঘ প্রায় দু’বছর ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে সারেঙ্গা ব্লকের চিলতোড় গ্রাম পঞ্চায়েতের বাগজাতা মোড় থেকে সারেঙ্গা ভায়া বানপুর বাসুদেবপুর যাবার রাস্তা। প্রশাসন উদাসীন। বলে এলাকাবাসীর অভিযোগ। বর্তমানে রাস্তার যা অবস্থা তাতে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে তাতে প্রানহানি হবে অবশ্যই বলে এলাকার বাসিন্দাদের অভিমত
বাগজাতা মোড় থেকে সারেঙ্গা যাওয়ার এই রাস্তার উপর নির্ভর করে এলাকার 10 থেকে 15 টি গ্রামের কয়েক হাজার মানুষ তাদের সারেঙ্গা ব্লক শহরের সাথে যোগাযোগের একমাত্র কম সময়ে রাস্তা এটি। উল্লেখ্য কয়েক বছর আগে রাস্তাটি তৈরি হলেও রাস্তা তৈরির দু’বছরের মাথায় রাস্তাটি ভেঙে চৌচির হয়ে যায়। বর্তমানে রাস্তাটি খানাখন্দে ভরা। কোথাও কোথাও এক হাঁটুর বেশি জল দাঁড়িয়ে থাকে। এ ব্যাপারে রায়পুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু কে বলা হবে তিনি বলেন শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে তবে আর কতদিন এই দুর্ভোগ পোহাতে হবে সাধারণ মানুষকে জানতে চাইলে তিনি বলেন তা এখনই বলতে পারছি না তবে কাজ হবে। স্থানীয় মানুষের অভিযোগ রাস্তা যখন ভালো হবার তখন হবে ঠিকই তবে এই মুহূর্তে বড় বড় গর্ত গুলো বুঝিয়ে দিলে মানুষের চলাচলের পক্ষে অনেকটা সুবিধা হবে ও দুর্ঘটনার আশঙ্কা দূর হবে।। বাসুদেবপুর গ্রামের উত্তম মন্ডল অসিত মাণ্ডীরা বলেন খুব কষ্টের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে রাস্তাটি সংস্কার হওয়া একান্ত প্রয়োজন। সাগুন মূর্মু বিপুল সরেন ছোট্ট দাস বনমালী কুম্ভকার বলেন চারিদিকে এত উন্নয়ন হচ্ছে আমাদের এলাকাতেও অনেক উন্নয়ন ঘটে ছিল তবে এই রাস্তাটি এই বেহাল অবস্থা কেন তা বুঝে উঠতে পারছিনা অবিলম্বে সংস্কার করা হোক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *