মহালয়ার শুভ পূন‍্যলগ্নে
” অঙ্কের ছড়া শুনলেই পড়া ” ব‌ইটি “সাঁঝবাতি
সম্মান 2021 ” লাভ করেছে। ব‌ইটি সাঁঝবাতি
প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে। সম্মাননা স্মারকটি তুলে দিলেন মানবাজার এস্টেটের রাজা শ্রীদেবাশীষ নারায়ন দেব মহাশয়। স্মারক ছাড়াও উত্তরীয়,মানপত্র,ও এক ব‍্যাগ ব‌ই প্রদান করে সম্মানিত করা হয়।এই ব‌ইটির প্রকাশক ও সাঁঝবাতি প্রকাশনার কর্নধার শ্রী দয়াময় বন্দোপাধ্যায় বইটির লেখক শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক শ্রীপরীক্ষিৎ কামিল‍্যা ।
ব‌ইটি শিশু ও কিশোরদের খুবই
উপযোগী একটি গনিতের ব‌ই।
ছোটো ছোটো ছড়ায় গনিতের সকল নিয়ম ব‌ইটির মধ্যে আছে। ছোটো ছোটো ছড়া,
শুনলেই হবে পড়া। উল্লেখ্য পরীক্ষিত বাবু রায়পুর চক্রের মুড়াজোড় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

Leave a Reply