Spread the love

সম্পর্ক ও টানাপোড়েন,

দীপশিখা পাত্র খাঁ

মৃত ইলিশের মতো স্থির সাদা চাহনি
কিন্তু কেমন যেন অন্যরকম আবেদন।
আমি এড়িয়ে যেতে পারি না,
অথচ আমাদের সম্পর্কটা অনেকটা
টাইটানিকের মতো..
খানিকটা
হিমশৈলে ধাক্কা খেয়ে
ঠিক ডুবে যাওয়ার আগের মুহূর্ত।
আর একবার নতুন করে
নতুন রূপে ভালোবেসে দেখতে তো পারতে!
একঘেঁয়ে গতানুগতিকতার খোলস ছেড়ে
একবার যদি বেরিয়ে আসতে,
দেখতে পেতে তারা জ্বলা রাতের আকাশ
কতো বৈচিত্র্যময়।
একরোখা বলেই হয়তো কমলা আলোয় মোড়া
গোধূলি বেলায় তুমি থাকো ব্যস্ততায় ঘেরা।
আসলে সম্পর্কও যে নতুনত্বের ছোঁয়া খোঁজে
তাকেও যে ধুলো ঝেড়ে চকচকে রাখতে হয়
সেও যে রংধনুর মতো বর্ণময়,
এ ভাবনা আর তোমার মাঝে আলোকবর্ষ দূর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *