সম্প্রীতি মোল্লা,
গণ বিবাহ একটি সামাজিক দায়বদ্ধতা আর সেই আদর্শের কথা আবার একবার প্রমাণ করলেন বিশিষ্ট সমাজ সেবক শ্রী অরূপ মুখার্জি মহাশয়। তিন দুস্থ কন্যার বিবাহ আয়জন করা হয় কোন্নগর বারো মন্দির সংলগ্ন মাঠে।
বিয়ের অনুষ্ঠানে ছিল না কোন খামতি। মেয়েকে গয়না দেওয়া থেকে পাত্র-পক্ষকে বিয়ের নানান সামগ্রীতে ভরিয়ে দেওয়া হয়। ছিল ভোজের ও আয়োজন। একই মঞ্চে ৩ কন্যার বিয়ের আয়োজন হয়েছিল। পাত্র-পাত্রীকে বসিয়ে পুরোহিতের মন্ত্র উচ্চারণ – সম্পূর্ণ ধর্মীয় রীতিনীতি মেনে বিয়ে সম্পন্ন হয়। পাত্র ও পাত্রীকে আশীর্বাদ জানাতে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী শ্রী সাধন দে, নৃত্যশিল্পী তন্বী চৌধুরী, সমাজ সেবিকা পর্ণালী ব্যানার্জি,রঞ্জিতা সিনহা,প্রদীপ দে,ষশমিত সিং, অজয় সিং মার্শাল,
রাজু মুখার্জী, মেঘা চৌধুরী, সহ বিশিষ্ট অতিথিরা।