Spread the love

সুভাষ মজুমদার,

সন্তোষপুর বিশালক্ষী যুব সংঘের উদ্যোগে রক্তদান শিবির, মঙ্গলবার সন্তোষপুর বিশালক্ষী যুব সংঘের পরিচালনায় এক মহতী রক্তদান শিবির আয়োজন করা হয়, এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায় ,আরামবাগ সাংগঠনিক জেলার আইএন টি টি ইউ সির সংগঠনের সভাপতি উত্তম কুন্ডু ,তারকেশ্বর গ্রামীণ হসপিটালের বি এম ও এইচ তাপস কুমার দাস,তারকেশ্বর টাউন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপ পন্ডিত, সহ-সভাপতি রাহুল মুখার্জী ,তারকেশ্বর ব্লক যুব কংগ্রেসের সহ সভাপতি শেখ সারাফাত ,তারকেশ্বর পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ সুমনা ঘোষ, তারকেশ্বর উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষক জয়ন্ত চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার বিশিষ্ট মানুষজন ,এদিনের এই রক্তদান শিবিরের আহ্বায়ক ছিলেন ক্লাব সভাপতি তথা তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রদীপ সিংহরায় ,রক্ত দানের পাশাপাশি এদিন ক্লাবের নতুন ভবনের দ্বার উদঘাটন হয় বিধায়কের হাত ধরে , বিধায়ক রামেন্দু সিংহরায় জানান আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে রক্ত সংকট দূর করার জন্য যে রক্তদান শিবিরে ডাক দিয়েছিলেন ,সেই ডাকে সাড়া দিয়ে তারকেশ্বর বিধানসভা জুড়ে বিভিন্ন অঞ্চলে রক্তদান শিবির চলেছে এবং এখনও চলছে, তারই উদাহরণ স্বরূপ আজকের এই সন্তোষপুর বিশালক্ষী যুব সংঘের রক্তদান শিবির ,পাশাপাশি তিনি বলেন বেশ কয়েকদিন আগে তারকেশ্বর পৌরসভা এলাকায় বয়স্ক মানুষদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং টোটো অ্যম্বুলেন্স চালু করেছি, আগামী ছয় মাস ধরে তারকেশ্বর পৌর এলাকায় এই পরিষেবা চলবে, এই পরিষেবা সফল হলে আগামী দিনে এলাকার প্রতিটি অঞ্চলে এই পরিষেবা চালু করব বলে তিনি জানান ,এ দিনে এলাকার 50 জন মানুষ কোভিড বিধি মেনে এই শিবিরে স্বেচ্ছায় রক্ত দান করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *