গোপাল দেবনাথ : কলকাতা, ১৯ অক্টোবর ২০২১। সবেমাত্র দুর্গাপুজোর সমাপ্তি হলো। আজ কাল মিলিয়ে ধনদেবী লক্ষ্মী দেবীর আরাধনা। ঠিক তার মাত্র ১৫ দিন পরেই কালী মায়ের পুজো সেই সাথে দীপাবলী ও ভাই ফোঁটার চিরাচরিত উৎসব। শ্রী শ্রী কালী মায়ের পুজোর আগেই ধনলক্ষ্মী দেবীর পুজো অর্থাৎ ‘ধনতেরাস’ সেই সাথে এই দিবসটি কে কেন্দ্র করে ধন সম্পদ কেনা এবং সংগ্রহ করা। আগে যদিও এই দিনটিকে নিয়ে আম বাঙালির কোনো রকম মাথা ব্যাথা ছিল না। সাধারণত অবাঙালিরা ধনতেরাস এর দিনে সোনা রুপো হীরে সহ নানা ধরণের ধাতু সামগ্রী কেনা কাটা করে ধনদেবী কে সন্তুষ্ট করতেন। বহুদিনের চলে আসা এই পরম্পরা দেখে সাধারণ থেকে উচ্চবিত্ত বাঙালি তাদের বারোমাসে বারো পার্বন এর সাথে ধনতেরাস কে তেরো নম্বর পার্বন হিসেবে মেনে নিয়েছে। এই ধনতেরাসের দিনে এই প্রতিবেদক দেখেছে সারারাত ধরে সোনার গহনার দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ক্রেতাগণ। এই শুভদিনটির যে কি মাহাত্ম তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। ক্রেতাদের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ অন্যান্য রাজ্যেও বিভিন্ন স্বর্ণ বিপনিতে হীরে সোনা রুপো সহ সব ধরণের গহনাতেই এই দিনটিতে বিশেষ ছাড় দেওয়া হয় এমন কি হীরের গহনার মজুরিতে ১০০% পর্যন্ত ছাড় দেওয়া হয়। পিছিয়ে নেই বাংলা ও ত্রিপুরার জনপ্রিয় স্বর্ন বিপনী শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। এই সংস্থা ধনতেরাস কে কেন্দ্র করে বহু ধরণের ছাড় সহ প্রতিদিনের লটারি, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার সহ বহু কিছু। এই অফার প্রসঙ্গে সংস্থার কর্ণধার অর্পিতা সাহা ও রূপক সাহা সাংবাদিকদের জানালেন, শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিয়ে আসছে ‘চমক ভরা ধনতেরাস’ এর বিশেষ অফার আগামী ২৬ অক্টোবর থেকে ৬ নভেম্বর ২০২১ পর্যন্ত।
‘চমক ভরা ধনতেরাস’ দীপাবলি উপলক্ষে একটা ষোল বছর ধরে চলে আসা এক বার্ষিক উদযাপন।
‘চমক ভরা ধনতেরাস’ এর এই বিশেষ সংগ্রহের মধ্যে রয়েছে ডিজাইনার হাতে তৈরি সোনা ও হীরের গয়না, ট্র্যাডিশনাল এবং ট্রেন্ডি ব্রাইডাল জুয়েলারি, সাশ্রয়ী মূল্যের হীরের গয়না, সোনার ও রূপোর মুদ্রা, রত্ন এবং মূল্যবান পাথর।
আকর্ষণীয় অফার এবং ড্র এর মধ্যে রয়েছে প্রতিটি ক্রয়ে নিশ্চিত উপহার।সোনার গয়নার মেকিং চার্জে ২৫%, হীরের গয়নার মেকিং চার্জে ১০০% ছাড়।মূল্যবান পাথরের দামের উপর ১৫% ছাড়। প্রতিদিন লাকি ড্র-এ তিনটে সোনার মুদ্রা পাওয়ার সুযোগ।আর মেগা ড্র নিয়ে আসবে পাঁচটা স্কুটি জেতার সুবর্ণ সুযোগ।এছাড়া রোজকার অফার গুলোর মধ্যে রয়েছে
অন্যান্য স্কিম যেমন সোনায় সোহাগা ( জুয়েলারি কেনার ক্ষেত্রে বিশেষ ডিসকাউন্ট স্কিম), পুরনো সোনা এক্সচেঞ্জ করার সুযোগ, সোনা এবং রূপোর মুদ্রা পাওয়ার সুযোগ। সব মিলিয়ে উৎসবের মরসুমে এ এক উজ্জ্বলতা ভরা উদযাপন। গত ১৮ অক্টোবর রাসবিহারী রোডের শোরুমে এক বিশেষ সাংবাদিক বৈঠকে টলিউড তারকা অঙ্কুশ হাজরা, ফালাক রশিদ রায় বছরের ‘ধনতেরাস ড্যাজল’ গয়না সংগ্রহ প্রকাশ করেন রূপক সাহা, অর্পিতা সাহা, কর্ণধার,শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থিতিতে।
অঙ্কুশ হাজরা বলেন, “আমি আজ এখানে আসতে পেরে খুশি এবং “চমক ভরা ধনতেরাস” -এর এই মরসুমে সবার জন্য শুভ কামনা জানাই”।
রূপক সাহা বলেন, “আমরা পনেরো বছর আগে ‘চমক ভরা ধনতেরাস’ শুরু করেছিলাম, মানুষের সোনা ও হীরের গয়না কেনার এ এক উপলক্ষ এবং পারিবারের ভাগ্যে তার শুভ প্রতিফলনের এক নিদর্শন হিসেবে তুলে ধরার উদ্যেশ্য নিয়ে কারণ এই উৎসব সম্পদ ও সমৃদ্ধির দেবীকে বাড়িতে স্বাগত জানাতেই হয়ে থাকে।”উঁনি আরো বলেন “বছরের পর বছর ধরে, ‘চমক ভরা ধনতেরাস’ আকার এবং পরিধিতে বৃদ্ধি পেয়েছে।সোনা ও হীরের গয়নার সংগ্রহের পাশাপাশি উপহারের বহর এবং ড্র – সবই এই উদযাপনকে আরো সমৃদ্ধ করেছে।”
“আমরা আমাদের প্রিয় গ্রাহকদের তাঁদের নিরলস পৃষ্ঠপোষকতার জন্য ধন্যবাদ জানাই এবং তাঁদের প্রত্যাশা অনুযায়ী চলার আশ্বাস দিচ্ছি”,বললেন অর্পিতা সাহা।
২৬ অক্টোবর থেকে ৬ নভেম্বর ২০২১ পর্যন্ত ‘চমক ভরা ধনতেরাস’ কলকাতা (গড়িয়াহাট, বেহালা ও বারাসাত) এবং ত্রিপুরা (আগরতলা, খোয়াই, ধর্মনগর এবং উদয়পুর) এর শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সমস্ত শোরুমে চলবে।
এখানে কোভিড প্রোটোকল কঠোরভাবে অনুসরণ করা হয় এবং গ্রাহকদের নিরাপদে দোকানে কেনাকাটা করার জন্য প্রয়োজনীয় সেফ-গার্ড এবং নিরাপত্তা ব্যবস্থা রয়েছে; এবং সমস্ত কর্মীদের টিকাও দেওয়া হয়েছে।