Spread the love

শৈশব ফিরে দেখলেন প্রবীণরা

সম্প্রীতি মোল্লা,

সম্প্রতি কলকাতা শহরের উপকণ্ঠে আমতলার কাছে জাগৃতি ধামের তরফে অনুষ্ঠিত হল “আমার শৈশব- রিমেম্বারিং দ্য পাস্ট”। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সন্তুর শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য। গোটা দিনের অনুষ্ঠান সেজে ওঠে ৬০-৮৭ বছর বয়সি প্রবীণদের উচ্ছ্বাস ও কোলাহলে। আয়োজিত ছিল ক্যারম ও গল্প বলার প্রতিযোগিতা, ছিল চিরন্তনী পোশাকের ওপর পুরস্কার, হাতের কাজের প্রদর্শনী ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গে ছিল ডিজিটাল মাধ্যমে কুইজের আয়োজনও, যেখানে প্রশ্নের বিষয় রাখা হয় পুরোনো দিনের বাংলা-হিন্দি সিনেমার গান, কলকাতার আনাচ-কানাচ, বিখ্যাত ব্যক্তিত্বদের প্রসঙ্গে। অংশগ্রহণে ছিলেন ডিগনিটি ফাউন্ডেশন, বরিষ্ঠ নাগরিক মঞ্চ এবং ইমোহা-র প্রবীণ সদস্যরা।

উল্লেখ্য, পূর্ব ভারতের প্রথম ‘গ্রিন-সার্টিফায়েড লিভিং সেন্টার’ জাগৃতি ধাম, ইনফিনিটি গ্রূপের এক অন্যতম প্রয়াস। আবাসিকদের জন্য সেখানে যেসব উন্নত প্রযুক্তি ও ব্যবস্থা রয়েছে, সেগুলিও ঘুরিয়ে দেখানো হয় অনুষ্ঠানে অংশগ্রহণকারী শতাধিক প্রবীণকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *