Spread the love

শিশু নিকেতন”-এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে রক্তদান, থ্যালাসেমিয়া নির্ণয় ও বৃক্ষ চারা প্রদান

সেখ সামসুদ্দিন, ১৩ জুনঃ আজ ১৩ই জুন ২০২৪ বৃহস্পতিবার “শালতোড়া শিশু নিকেতন”-এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ‘শালতোড়া শিশু নিকেতন’ ও ‘ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশন’-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদানে উদ্বুদ্ধকরণ ও থ্যালাসেমিয়া সচেতনতা শিবির। ঐ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই শিবিরে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশনের সেক্রেটারি স্বপ্না বরাট, এই সংস্থার ভাইস প্রেসিডেন্ট বিদ্যুৎ মুখোপাধ্যায়, সংস্থার শালতোড়া ইউনিটের কনভেনার অরূপ মোদক ও সংস্থার শালতোড়া ইউনিটের নেচার সুপারভাইজার নিরূপ মন্ডল, শালতোড়ার ফরেস্ট বিট অফিসার চন্দন ব্যানার্জী, শালতোড়া শিশু নিকেতনের সম্পাদক জিতেন মন্ডল, প্রধান শিক্ষিকা অঞ্জনা খাঁ, বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ, অভিভাবক-অভিভাবিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিশিষ্ট সঙ্গীতশিল্পী বয়লাল দে ও বিধান ব্যানার্জী। বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠান মঞ্চ থেকে এই বিদ্যালয়ের আটজন প্রাক্তন ছাত্রছাত্রী যাঁরা ২০২৪ সালের মাধ্যমিক প‍রীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন, তাঁদের মানপত্র, উপহার, মেমেন্টো, গাছের চারা ও মিষ্টির প্যাকেট দিয়ে সম্বর্ধনা জানানো হয়। শিবিরে রক্তদানে উদ্বুদ্ধকরণ ও থ্যালাসেমিয়া রোগের প্রকৃতি ও বিপদ সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য রাখেন ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট বিদ্যুৎ মুখোপাধ্যায়। সংস্থার সেক্রেটারি স্বপ্না বরাট তাঁর বক্তব্যে রক্তের উপাদান, রক্তদানের প্রয়োজনীয়তা ও রক্তদানের ক্ষেত্রে রোগী এবং রক্তদাতা উভয় পাক্ষিক উপকারিতা সম্পর্কে এবং থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে রক্তদানের গুরুত্ব সম্পর্কে সুন্দর বক্তব্য পেশ করেন। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে কেক কাটা হয় এবং অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের জন্মদিন উদযাপনকে স্মরণীয় করে রাখতে সেক্রেটারি স্বপ্না বরাটের হাত দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে একটি মেহগনি গাছ রোপণ করা হয়। স্বপ্না ম্যাডামের নামের অংশবিশেষকে যুক্ত করে সংস্থার ভাইস প্রেসিডেন্ট বিদ্যুৎ মুখোপাধ্যায় গাছটির নাম রাখেন ‘স্বপ্নছায়া’। ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশনের পক্ষ থেকে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের কর্তাব্যক্তি ও শিক্ষিকাদের হাতে ভালো ভালো গাছের চারা তুলে দেওয়া হয়। প্রাক্তন ও বর্তমান শিক্ষিকাদের প্রত্যেকের হাতে শংসাপত্রও তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটিতে শালতোড়া শিশু নিকেতনের খুদে ছাত্রছাত্রীদের ইতিবাচক যোগদান ছিল অত্যন্ত প্রশংসনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *