Spread the love

সাধন মন্ডল,

আলো ট্রাস্ট এর উদ্যোগে আন্তর্জাতিক সন্মাননা প্রদান অনুষ্ঠান কলকাতা শিশির মঞ্চে অনুষ্ঠিত হলো।
আলো ট্রাস্টের কর্ণধার শ্রী কমলকৃষ্ণ কুইলা মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় ও গুণীজনদের উজ্জ্বল উপস্থিতিতে মহিমান্বিত হলো শিশির মঞ্চ। এদিন সংস্কৃতি জগতের গুণীজনদের সম্মাননা জ্ঞাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা অংশগ্রহণ করেছিলেন এখানে স্হান পেয়েছিল জঙ্গলমহলের সারেঙ্গা ব্লকের সারেঙ্গা মিউজিক কলেজ। এই অনুষ্ঠানে সারেঙ্গা মিউজিক কলেজ বাঁকুড়ার লোকসংস্কৃতিকে মঞ্চস্থ করার সুযোগ পেয়েছিল বাঁকুড়ার লোকসংস্কৃতিকে মঞ্চস্থ করার পর উপস্থিত গুণীজনের আশীর্বাদ আদায় করে নেন সারেঙ্গা মিউজিক কলেজের ছাত্র-ছাত্রীরা। এদিনের অনুষ্ঠানে
যে সকল অতিথিগণ ছিলেন তারা হলেন ডঃপবিত্রসরকার, কবি ব্রত চক্রবর্তী, কবি দেবাংশু ঘোষ, অভিনেতা শুভদীপ চক্রবর্তী, সঙ্গীতশিল্পী সহেলী চক্রবর্তী, চিত্রশিল্পী কৌশিক হরি, অভিনেত্রীপাপিয়াঅধিকারী, সমাজসেবী গৌতম কুমার ভকত, সমাজসেবী রীতা বেরা প্রমুখ।
যাঁরা পুরস্কারপ্রাপ্ত হলেন ডঃ তমাল চক্রবর্তী, অভ্রজ‍্যোতি নাগ, রবিন প্রামানিক, চন্দন শতপথী, সুমন সাহু, বরুন কুমার দাস, গোপাল সাহা, সুদীপ্তা চক্রবর্তী দে, রাজ‍্যশ্রী মন্ডল, দীপান্বিতা সেন খান, পিন্টু সাউ, পারমিতা সাউ গিরি, দীপেশ দে, #শ্রীকান্ত_লোহার, দীপন সেনগুপ্ত, শিল্পী ঘোষ সুরাল, প্রিয়া পাতর, অপর্ণা দুবে, দেবাশিস ভট্টাচার্য, পাপিয়া অধিকারী, ছন্দা জানা, রজত কর্মকার প্রমুখ। জঙ্গলমহলের সারেঙ্গা মিউজিক কলেজের অধ্যক্ষা শিল্পী সূরাল বলেন
আলো ট্রাস্ট এর আমন্ত্রণে , সারেঙ্গা মিউজিক কলেজ এর ছাত্র- ছাত্রী ,অভিভাবক-অভিভাবিকাদের সঙ্গে নিয়ে উপস্থিত থাকতে পেরে আমরা গর্বিত। আমরা আমাদের পিছিয়ে পড়া জেলা বাঁকুড়ার লোকসংস্কৃতি কে তুলে ধরলাম উপস্থিত গুণীজন খুশি হলে সেটাই আমাদের আগামীদিনের চলার পথের পাথেয় হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *