শিক্ষক দিবসে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে ধর্ণার চেস্টা, গ্রেপ্তার ৪০
সাধন মন্ডল ,
রবিবার সারাদেশে পালিত হয়েছে শিক্ষক দিবস।তবে এই দিনেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে ধর্ণার চেস্টা করার অভিযোগে গ্রেপ্তার হলেন ৪০ জন শিক্ষক পদপ্রার্থী। রবিবার বিধাননগর পুলিশ কমিশনারেটের অধীনে লেকটাউনে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে ‘এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চে’র তরফে চাকরি না পাওয়ার দাবিতে অবস্থান বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি ছিল।তবে লেকটাউন থানার পুলিশ বিক্ষোভের আগেই গ্রেপ্তার করে নিয়ে যায়।আন্দোলনকারীদের অভিযোগ – “২০১৬ সালে এসএসসির নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষায় তারা উত্তীর্ণ এবং মেধাতালিকায় তাদের নাম রয়েছে। তবে এখনও চাকরি মেলেনি “। অপরদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন – ” বিক্ষোভ প্রদর্শন করার অধিকার সবার আছে।তবে এটা অনৈতিক। কেননা রাজ্য সরকার শিক্ষক শিক্ষিকা ও চাকরিপ্রার্থীদের জন্য অনেককিছু করছে।প্রতিবছর এসএসসিতে নিয়োগ প্রক্রিয়া চলছে”।