Spread the love

শারদীয় আবহে খালি চোখে দেখা যাবে চাঁদ-শুক্র-বৃহস্পতি-শনিদের

চৌধুরী আশরাফুল করীম (জুয়েল),

, এবার শারদীয়া উপহার হিসাবে প্রকৃতি তার মহাকাশের অপরুপ সৌন্দর্য খালি চোখে দেখার সুযোগ দিচ্ছে।যতই মারণ ভাইরাস করোনার বাড়বাড়ন্ত থাকুক না কেন? শনিবার চতুর্থীর সন্ধ্যা থেকে বৃহস্পতিবার নবমীর রাত ভোর হওয়া পর্যন্ত আকাশ যেন শারদীয় সাবেকিয়ানায় মনোমুগ্ধকর থাকবে।আগামী পূর্ণিমার দিকে এগিয়ে যেতে যেতে আকাশে চাঁদও আর একা থাকবে না। কখনও তাকে উজ্জ্বল হয়ে উঠতে দেখা যাবে শুকতারাটি (শুক্রগ্রহ)-র আশেপাশে । আবার কখনও বা চাঁদ থাকবে সৌরমণ্ডলের গ্যাসে ভরা দু’টি বৃহত্তম গ্রহ বৃহস্পতি আর শনির মধ্যবর্তী তারকা হয়ে।খালি চোখে ধরা দেবে রূপোলি রঙের বৃহস্পতি আর হলদেটে সাদা রঙে শনি গ্রহও।আগামী ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ভারত-সহ গোটা উত্তর গোলার্ধের আকাশে দেখা যাবে চাঁদ, শুক্র, বৃহস্পতি, শনির এই শারদীয় সাবেকিয়ানা ।আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র ‘স্টারওয়াচ’ শনিবার এই মহাজাগতিক সু সংবাদ  জানিয়েছে। আকাশের মুখ মেঘে ঢাকা না থাকলে টেলিস্কোপ, বাইনোকুলার ছাড়াও খালি চোখেই দেখা সম্ভব হবে চাঁদের সঙ্গে শুক্র, বৃহস্পতি ও শনির পাশাপাশি থাকার ছবি ।শুক্লপক্ষ শুরু হয়ে গিয়েছে মহালয়ার পরপরই। দেবীপক্ষে আকাশে চাঁদের উজ্জ্বলতাও বাড়তে শুরু করেছে একটু একটু করে। আগামী পূর্ণিমার দিকে এগিয়ে যেতে যেতে। এই সময় আকাশে উজ্জ্বলতম ‘তারা’ শুক্রগ্রহকেও চাঁদের কাছেপিঠে দেখা যাবে। শনিবার সন্ধ্যা থেকে বুধবার রাত পর্যন্ত চাঁদের সঙ্গে পৃথিবীর যমজ গ্রহ শুক্রের খুব কাছাকাছি সহাবস্থান দেখা যাবে আকাশে চাঁদের একটু নীচে, ডান দিকে। দক্ষিণ-পশ্চিম আকাশে।এই সময় বৃহস্পতি আর শনিও দৃশ্যমান হতে পারত খালি চোখে। যদি না পৃথিবী থেকে শুকতারার উজ্জ্বলতা বৃহস্পতির ৫ গুণ আর শনির ৮৫ গুণ হত! শুকতারা আর চাঁদের আলোয় তখন তাই ঢাকা পড়ে থাকবে সৌরমণ্ডলের গ্যাসে ভরা দুটি বৃহত্তম গ্রহ বৃহস্পতি আর শনির ওপর , আগামী বৃহস্পতিবার সূর্যাস্তের পরপরই। রাত ভোর না হওয়া পর্যন্ত পৃথিবী থেকে দৃশ্যমানতার নিরিখে সৌভাগ্যবানই হয়ে উঠবে শনি ও বৃহস্পতি গ্রহ।নবমীর রাত ভোর না হওয়া পর্যন্ত আকাশের শারদীয় সাবেকিয়ানা  চাঁদ মধ্যবর্তিনী হয়ে থাকবে বৃহস্পতি ও শনির। চাঁদের একটু উপরে ডান দিকে খালি চোখেই দেখা যাবে শনিকে। হলদেটে সাদা রঙে। তবে তার বিস্ময়কর বলয়গুলি টেলিস্কোপ বাইনোকুলার ছাড়া ধরা দেবে না। চাঁদের একটু বাঁ দিকে দেখা যাবে সৌরমণ্ডলের বৃহত্তম গ্রহ বৃহস্পতিকে।রূপোলি রঙে।মহাজাগতিক এই সুযোগ নিশ্চয় হাতছাড়া করবেন না কেউ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *