খায়রুল আনাম,
বীরভূম : শান্তিনিকেতনের খোয়াই হাট এলাকার সোনাঝুড়ি জঙ্গলে বস্তা বন্দি অবস্থায় একটা কিছু পড়ে থাকতে দেখা গেলে এলাকায় হৈ চৈ শুরু হয়ে যায়। বস্তার গায়ে রক্তের দাগ দেখতে পাওয়া যাওয়ায়, অনেকেই বলতে শুরু করেন যে, কাউকে খুন করে বস্তা বন্দি করে মৃতদেহ জঙ্গলে ফেলে দিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে শান্তিনিকেতন পুলিশ এলাকায় গিয়ে প্রথমেই চারপাশের এলাকা ঘুরে দেখে। পরে বস্তাটি উদ্ধার করে সেটি খুলে দেখা যায়, তারমধ্যে একটি মৃত কুকুর রয়েছে। কিন্তু কে বা কারা এভাবে মৃত কুকুরটি এখানে বস্তা বন্দি করে ফেলে গেল, তা অবশ্য জানা যায়নি।