খায়রুল আনাম,
বীরভূম : শান্তিনিকেতনে এসে বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংহ খোয়াই হাটে গিয়ে হাজির হলে হাটের ব্যবসায়ীদের বেচাকেনা লাটে ওঠে। সবাই এই গায়কের সঙ্গে ছবি তুলতে হুড়োহুড়ি শুরু করলে বিশৃঙ্খলা দেখা দেয়। যারফলে ওই শিল্পী খোয়াই হাটে খুব বেশিক্ষণ থাকতে পারেন নি।