Spread the love

শতবর্ষ প্রাচীন গুড়াপ পল্লী সমিতির বাৎসরিক অনুষ্ঠান

নীহারিকা মুখার্জ্জী,

দেখতে দেখতে শতবর্ষ অতিক্রম করে ১০১ তম বছরে পদার্পণ করল হুগলির গুড়াপ পল্লী সমিতি। চারদিকে শত পরিবর্তন সত্ত্বেও আজও তারা ধরে রেখেছে প্রাচীন ঐতিহ্য – খাঁটি স্বদেশীয়ানা। সমিতির বাৎসরিক অনুষ্ঠানে থাকেনা কোনো সুপরিচিত শিল্পী। বারবার তারা গুরুত্ব দিয়েছে স্থানীয়দের। এবারও তার ব্যতিক্রম ঘটলনা।

স্থানীয় শিল্পীদের নিয়ে গত ১৪ মে সমিতির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় বাৎসরিক অনুষ্ঠান।  বিশিষ্ট সঙ্গীত শিল্পী মন্দিরা মুখার্জ্জীর উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন পিয়ালি ভট্টাচার্য সহ অন্যান্যরা।  তাপস বিশ্বাসের 'নটরাজ নৃত্যালয়' গ্রুপের শিক্ষার্থীদের নৃত্য দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শ্রুতি নাটক 'পাকা দেখা'। নৃত্য, সঙ্গীত, আবৃত্তি - সব মিলিয়ে এক জমজমাট অনুষ্ঠানের সাক্ষী থাকল গুড়াপবাসীরা।

এই অনুষ্ঠানে অন্যান্যবারের মত এবারও গত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভাল ফলাফলকারী স্থানীয় ছেলেমেয়েদের পুরস্কৃত করা হয়।

 অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গুড়াপ রামকৃষ্ণ মিশনের স্বামী নিরন্তরানন্দ মহারাজজী, পল্লী সমিতির সম্পাদক গৌরমোহন দলুই, সভাপতি  কৃষ্ণেন্দু মুখার্জ্জী, রাজু ভট্টাচার্য, সেলিম সরকার, সমীর মিত্র, চন্দন কুমার সহ অন্যান্য সদস্যরা।

গৌর বাবু বললেন - আমরা আমাদের বাৎসরিক অনুষ্ঠানে সর্বদা স্থানীয় শিল্পীদের গুরুত্ব দিয়ে থাকি। তারা এখানে নিজ নিজ প্রতিভা বিকাশের সুযোগ পায়। এতে ওরা যেমন আনন্দিত হয় আমরাও খুব খুশি হই। ওরা তো আমাদের পাড়ারই ছেলেমেয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *