Spread the love

লোকসভা ভোটের ফলাফল পরবর্তীতে হিংসা প্রতিরোধে সর্বদলীয় শান্তি কমিটির মিটিং লোকপুর থানায়

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- গত ১৩ ই মে চতুর্থ পর্যায়ে বীরভূম জেলার দুটি আসনে লোকসভা নির্বাচন সম্পন্ন হয়।আগামী ৪ ই জুন রয়েছে লোকসভা ভোটের গননা তথা ফলাফল ঘোষিত হবে।তার আগেই জেলা পুলিশ তৎপর।লোকসভা ভোটের ফলাফল পরবর্তীতে প্রতি হিংসা প্রতিরোধে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বীরভূম জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে ও লোকপুর থানার আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় থানা চত্বরে সর্বদলীয় শান্তি কমিটির বিশেষ বৈঠক আয়োজিত হয়। প্রসঙ্গত, বীরভূমের ৪২ নম্বর লোকসভা আসনে গত ১৩ই মে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ফলাফল ঘোষণা হবে ৪ই জুন, ভোট ফলাফলের পরবর্তী সময়ে বীরভূম লোকসভার অন্তর্গত লোকপুর থানা এলাকায় যাতে কোনরকম অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই উদ্দেশ্যেই এদিনের এই বৈঠক বলে জানা গেছে।তৃনমূল কংগ্রেস, বিজেপি ও সিপিআইএম নেতৃত্বের পক্ষ থেকে সকলেই এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ প্রশাসনের সাথে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। পুলিশের পক্ষ থেকেও বার্তা দেন যে এলাকায় শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হলে পুলিশ প্রশাসন আইন মোতাবেক ব্যাবস্থা নেবেন।লোকসভা ভোটের আগে,ভোটের দিন যে ভাবে সমস্ত রাজনৈতিক দল শৃঙ্খলাবদ্ধ ভাবে ভোট পর্ব মিটিয়েছেন এবং পুলিশকে সহযোগিতা করেছেন ভোটের ফলাফল পরবর্তীতেও সেইরূপ পরিবেশ পরিস্থিতি তথা শান্তি শৃঙ্খলা বজায় থাকবে বলে পুলিশের পক্ষ থেকে আশা ব্যাক্ত করেন।এদিনের সর্বদলীয় শান্তি কমিটির আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার তৈহিদ আনোয়ার, চন্দ্রপুর সার্কেল ইনস্পেক্টর চয়ন ঘোষ, লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *