Spread the love

 লোকসভাতে শিলচরে তৃণমূল প্রতীকে সুস্মিতা দেব?

আবুল কায়েম
ত্রিপুরার  সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েই  সংগঠনের কাজকর্ম দেখার দায়িত্ব পেয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফে। বর্তমানে  পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত সাংসদ হয়েছেন সুস্মিতা দেব। তবে ২০২৩-র অগস্ট পর্যন্ত এই পদে থাকবেন তিনি। সুস্মিতা দেব স্পষ্ট কিছু না-বললেও শনিবার  ইঙ্গিত দেন, -‘দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চূড়ান্ত সম্মতি পেলে ২০২৪-এর লোকসভা নির্বাচনে নিজের পুরনো কেন্দ্র শিলচর আসন থেকেই লড়তে আগ্রহী তিনি।সুস্মিতা আরও জানান, -‘দল বদলের আগে রাজ্যসভার টিকিট নিয়ে তৃণমূলের কারও সঙ্গে কথা হয়নি তাঁর। তবে এখন মনে হচ্ছে, তাঁর জন্য নয়, মা বীথিকা দেবের জন্য তাঁকে রাজ্যসভায় পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুস্মিতার কথায়, “তৃণমূলে সদস্যপদ নিয়ে যখন দিদির অফিসে গিয়েছি, তিনি মায়ের সঙ্গে ফোনে কথা বললেন। মা শুধু বলেছিলেন, তোমার হাতে মেয়েকে তুলে দিলাম। ওর রাজনৈতিক ভবিষ্যৎটা যেন সুরক্ষিত থাকে। জবাবে মমতা বলেছেন, -‘ওকে অনেক বড় নেত্রী করব।” কোনও শর্ত ছিল না কি? সুস্মিতা এই প্রশ্নের উত্তরে  বললেন, “শর্ত হয়েছে দলে যোগদানের পরে। দিদিকে বলেছিলাম, অসমে সংগঠন করার সুযোগ দিতে হবে। দিদি রাজি হলেন। পরে বললাম, ২০২৪-এ শিলচরে তৃণমূলের টিকিট দিতে হবে। হেসেই সব মেনে নিয়েছিলেন তিনি’। আগামী লোকসভায় শিলচরে তৃণমূল প্রতীকে কতটা প্রভাব ফেলেন সুস্মিতা দেব, তা জানতে আগ্রহী রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *