সুভাষ মজুমদার,
হরিপালে লক্ষী পূজার বিসর্জনে তারস্বরে মাইক বাজানো কে কেন্দ্র কে উত্তেজনা।পুলিশের সাথে খন্ড যুদ্ধ ক্লাব সদস্যদের।
গত কাল রাতে বিসর্জন কে কেন্দ্র করে পুলিশের খন্ড যুদ্ধ হয় ক্লাবের সদস্যদের সাথে।পুলিশ কে লক্ষ করে ইঁট ছুড়েলে আহত হন ২০ জন সিভিক ও পুলিশ কর্মী।এলাকার দোকান পাঠ এবং বাড়িও ভাঙচুর চালানো হয়।
সকাল থেকেই এলকা থমথমে ঘটনার পরই এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
গত রাতেই ঘটনায় জড়িত থাকার সন্দেহে বেশ কয়েক জন কে আটক করেছে পুলিশ।ঘটনায় ১৫ জন কে গ্রেপ্তার করেছে পুলিশ।