Spread the love

কাজল মিত্র :- পরীক্ষা শেষে পরিক্ষার্থীদের নিয়ে ফেরার পথে সুমো গাড়ির ধাক্কায় গুরুতর যখন হন রূপনারায়নপুর বাউড়ি পাড়ার তিন বাসিন্দা ।ঘটনার সম্পর্কে জানাজায় যে রবিবার দিন সর্বভারতীয় নিট পরীক্ষার সেন্টার করা হয়েছিল রূপনারায়ণপুর ডি,এ,ভি পাবলিক স্কুলে আর সেই সেন্টার থেকে পরীক্ষা শেষে হবার পর পরীক্ষার্থীরা যখন রূপনরায়নপুর থেকে নিজের বাড়ি বর্ধমান রায়নার উদ্দেশে নিজের গাড়িতে করে রওনা দিয়েছিলেন ঠিক সেই সময়ই রূপনারায়ণপুর বাউরি পাড়ার কাছে পরীক্ষার্থীদের নিয়ে যাওয়ার সময় স্করপিও গাড়িটি তিন জনকে ধাক্কা মারেন।যার মধ্যে বাউরি পাড়ার মহিলা সুষমা বাউরী ,(৫০) শিবা কর্মকার (১০) ও আরো একজন ব্যক্তি সহ তিনজনকে ধাক্কা মারে।কিন্তু অল্পের জন্য 10 বছর বয়সী শিবা প্রাণে বেঁচে গেলেও সুষমা বাউরী গুরুতর জখম হন।যার পরেই স্থানীয় বাসিন্দারা ওই গাড়িটিকে আটক করে এবং গাড়ির চালককে স্থানীয় একটি ক্লাব রুমে বন্ধ করে রাখে। ঘটনার খবর পেয়ে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আহত ব্যক্তিদের পিঠাকেয়ারী হসপিটালে নিয়ে যান।সুষমা বাউরী গুরুতর চোট লেগেছে বলে হাসপাতাল সূত্রে খবর। কিন্তু ১০ বছর বয়সী শিবা ও আরো একজন ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার পর ডাক্তার ছেড়ে দিয়েছেন।এবং সুষমা বাউরী কে ডাক্তার স্থানান্তরিত করে দেন।তিনি রানীগঞ্জের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাকে কেন্দ্র করে রূপনারায়নপুর বাউরি পাড়ার বাসিন্দারা গাড়িটিকে আটক করে রাখেন এবং গাড়িচালককে আটকে রাখেন তাদের দাবি যতক্ষণ পর্যন্ত না গাড়ির মালিক ক্ষতিপূরণ দিচ্ছে ততক্ষণ পর্যন্ত গাড়ি এবং ড্রাইভার কাউকে ছাড়া হবে না। পুলিশ দীর্ঘক্ষণ চেষ্টা চালায় কোনমতেই ওই গাড়ি এবং গাড়িচালককে পুলিশের হাতে তুলে দিতে নারাজ এলাকাবাসীরা।দীর্ঘক্ষণ তাদের সঙ্গে কথা বলে রুপনারায়নপুর আইসি রাহুল দেব মন্ডল তাদেরকে আশ্বাস দেন তাদের যা ক্ষতি হয়েছে তার যথাযোগ্য ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবেন।এই আশ্বাস পেয়ে এলাকাবাসীরা গাড়ির চালক এবং গাড়িটি পুলিশের হাতে তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *